আপনজন ডেস্ক: দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহবিরোধী অভিযানের সময় ফিলিপাইনের বিমানবাহিনীর দুই পাইলট বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। আজ বুধবার সামরিক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল কনসুয়েলো ক্যাস্তিলো বলেন, যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার পথে ‘ভূখণ্ডের ওপর দিয়ে’ উড়ছিল এবং ‘স্থল বাহিনীর সহায়তায় রাত্রিকালীন কৌশলগত অভিযানের’ সময় এটি নিখোঁজ হয়।
দুর্ঘটনাটি কখন ঘটেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় তবে ফিলিপাইনের বিমানবাহিনী জানিয়েছে, গতকাল ৪ মার্চ মধ্যরাতের দিকে বুকিডন প্রদেশে অভিযানে যাওয়া অন্যান্য বিমানের সঙ্গে এফএ-৫০ যুদ্ধবিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনার পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct