সন্ন্যাসী কাউরী, ডেবরা, আপনজন: সম্প্রীতির বার্তা দিয়ে আদিবাসী উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। রবিবার ডেবরা ব্লকের ত্রিলোচনপুর ফুটবল মাঠে আদিবাসী মুণ্ডা সমাজের উদ্যোগে আদিবাসী উৎসবের আয়োজন করা হয়।
এদিন বিকেলে আদিবাসীদের প্রচলিত বাদ্যযন্ত্র সহকারে আদিবাসী সমাজের মানুষজন একটি শোভাযাত্রার আয়োজন করে। ধামসা মাদলের তালে পা মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেন বীরবাহা হাঁসদা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ফুটবল ময়দান থেকে শুরু হয় শোভাযাত্রা। ত্রিলোচনপুর বাজার, হাসপাতাল মোড়, শিমুলতলা হয়ে শোভাযাত্রা শেষ হয় ত্রিলোচনপুর বাসস্ট্যান্ডে। শোভাযাত্রা শেষে মূল মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল ও বন দপ্তরের প্রতিমন্ত্রী বীর বাহা হাঁসদা। মন্ত্রী বলেন, ভারতবর্ষের আদিম সংস্কৃতি ও পরম্পরা কে বাঁচিয়ে রাখতে আদিবাসী সমাজের মানুষকেই এগিয়ে আসতে হবে। আমাদের পূর্বপুরুষেরা, স্বাধীনতা সংগ্রামীরা আদিবাসী সমাজের মানুষের জন্য যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য সকল আদিবাসীকে এক হয়ে কাজ করতে হবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অসহায় দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। গত শনিবার আদিবাসী মুন্ডা সমাজের রীতি-নীতি মেনে, গরাম পূজা হলেও মূল অনুষ্ঠান শুরু হয় রবিবার। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
প্রতিদিন আদিবাসী ভূমিজ মুণ্ডা সম্প্রদায়ের মানুষ নাচ গান নানান অনুষ্ঠান পরিবেশন করবেন বলে জানান সম্পাদক সুব্রত সিং।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, মলিঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলক সামই, আদিবাসী মুণ্ডা সমাজের ডেবরা ব্লক সভাপতি অশোক সিং, ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা সনাতন হেমব্রম, সমাজসেবী তুষার ভূঞ্যা, শিক্ষক দীনেশ চক্রবর্তী, দীপঙ্কর সিং, সুব্রত সিং, অরুন সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct