আপনজন ডেস্ক: লাতিন আমেরিকার সংঘাতকবলিত দেশ মেক্সিকোয় নিখোঁজ মানুষের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সম্প্রতি দেশটির সরকারি তথ্যে এমন তথ্য উঠে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বিবিসি জানায়, সরকারি ওই পরিসংখ্যানে ১৯৬৪ সাল থেকে তথ্য দেওয়া হয়েছে। তবে নিখোঁজের প্রায় সবগুলো ঘটনা ২০০৭ সালের থেকে ঘটেছে। ওই সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন ফেলিপে ক্যালডেরন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct