আপনজন ডেস্ক: লিওনেল মেসির রোজারিওর বাড়ি থেকে বাহিয়া ব্লাঙ্কার দূরত্ব মোটামুটি কম নয়। বিমানে গেলে সোয়া পাঁচ ঘণ্টার মতো লাগে, গাড়িতে গেলে ১০ থেকে ১২ ঘণ্টা। তা মেসির বাড়ি থেকে এত দূরের কোনো জনপদের খবর হঠাৎ বলা কেন! সেখানে যে আকস্মিক বন্যায় মারা গেছে কমপক্ষে ১৬ জন মানুষ। আর বাহিয়া ব্লাঙ্কার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানিয়ে আবেগপ্রবণ বার্তা দিয়েছেন।
আর্জেন্টিনায় মেসি যে থাকেন না, সেটা সবারই জানা। তাঁর নিজের বাড়ি রোজারিওতেই যাওয়া হয় কালেভদ্রে। তাতে কি, দেশের মানুষের জীবন যখন বিপন্ন, কাঁদছে তাঁর মন। তাই তো নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজখবর রাখছি।’
মেসি এরপর তাঁর ইনস্টাগ্রাম বার্তায় যোগ করেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, সেই সব পরিবারের জন্য আমার সমবেদনা রইল এবং কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে, সেই কামনা থাকল।’
বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে প্রবল বর্ষণের কারণে। আট ঘণ্টার প্রবল বর্ষণে বন্দরনগরীর বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতিও হয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এদের সবার প্রতি সমবেদনা জানাতেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে মেসির এমন আবেগপ্রবণ বার্তা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct