নিজস্ব প্রতিবেদক, ডা. হারবার, আপনজন: পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখার উদ্যোগে নেতৃস্থানীয় বিভিন্ন এম.এস. কে, হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ডায়মন্ড হারবারে এক সভা অনুষ্টিত হয়। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সিলেবাস, শিক্ষকদের লেট অ্যাপ্রুভাল জনিত এরিয়ার, দেরিতে প্রশিক্ষণ সংক্রান্ত এরিয়ার ও আঠারো বছরের বেনিফিট যথা সময়ে যাতে শিক্ষকরা পান তার জন্য সংশ্লিষ্ঠ দফতরে শীঘ্রই দরবার জানানোর সিধান্ত নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। বেশ কিছু সংখ্যক আরবি বিষয়ের শিক্ষক এর প্রশিক্ষণ না থাকায় এবং ওডিএল পদ্ধতিতে প্রশিক্ষণ না নেওয়ার জন্য বর্তমান কর্ম জীবন এবং অবসরের পরে তাদের যাতে কোনো রুপ সমস্যা না হয় তার জন্য সংগঠনের পক্ষ থেকে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের আধিকারিকদের মানবিক দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক। এম .এস .কে . গুলিকে পর্ষদের আওতায় আনা, পরিদর্শনকৃত আন এডেড মাদ্রাসা গুলিকে স্বচ্ছ রিপোর্ট এর ভিত্তিতে যাতে অনুমোদন দেওয়া হয় সেই বিষয়ে পুনরায় মাদ্রাসা শিক্ষা পর্ষদের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের উপস্থিত সভ্যগণ। এদিনের সভায় উপস্থিত ছিলেন চম্পক নাগ, রেজাউল ইসলাম খান, মুজিবুল্লাহ মাঝারি, সুদাম হালদার, মোঃ শাহাবউদ্দিন, খলিলুল্লাহ বৈদ্য, আলমগীর সরদার, পার্থ প্রামাণিক, রফিকুল ইসলাম মল্লিক প্রমূখ শিক্ষক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct