আপনজন: ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ-এর আহ্বানে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এসডিপিআই দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম ও উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোঃ জাইসুদ্দিন-এর নেতৃত্বে একটি বিশাল মিছিল বহরমপুর রেল ব্রিজের উপর দিয়ে থানা ও বাসস্ট্যান্ডের সামনে হয়ে সমাবেশে পৌঁছায়।
গণসমাবেশে রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন “ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের রক্ত ঝরিয়ে স্বাধীনতা অর্জনের মতোই, ওয়াকফ সম্পত্তির ওপর হামলার বিরুদ্ধে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। লাখো যুবক শহীদের পথ বেছে নিলেও ওয়াকফ বিল রুখে দেবে, এসডিপিআই তার প্রথম কাতারে থাকবে।”
তিনি তৃণমূলের সুবিধাবাদী মুসলিম বিধায়ক, সাংসদ, নেতা ও মন্ত্রীদের তীব্র ভাষায় সমালোচনা করে বলেন “তৃণমূলের মদদপুষ্ট কিছু সুবিধাবাদী নেতা মুসলিমদের স্বার্থ বিসর্জন দিচ্ছে।
তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম হিন্দুত্ববাদী রাজনীতির মোহে পড়ে মুসলিমদের ন্যায্য অধিকার ধ্বংস করছে।”
এসডিপিআই-এর জাতীয় সম্পাদিকা রুনা লাইলা বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুসলমানদের স্বার্থ রক্ষার নামে কেবল প্রতারণা করে আসছে। একদিকে সংখ্যালঘুদের তোষণ দেখিয়ে ভোট ব্যাংক ধরে রাখছে, অন্যদিকে হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে আপস করছে। ওয়াকফ সম্পত্তি রক্ষা করা মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই, এসডিপিআই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”
এসডিপিআই স্পষ্ট জানিয়ে দিতে চায়, ওয়াকফ বিল বাতিলের দাবিতে আন্দোলন জোরদার হবে এবং মুসলমানদের মৌলিক অধিকার রক্ষায় আমরা সারা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছি পরবর্তীতে আরো জোরালো আকার নেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct