এম মেহেদী সানি , বারাসত, আপনজন: ভারতীয় শিক্ষার অগ্রায়নে স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ-এর অবদান স্মরণ করিয়ে দিতে উদ্যোগী হলো তৃণমূলের মাদ্রাসা শিক্ষক সংগঠন ৷ ‘পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে জাতীয় শিক্ষা দিবসে ‘ভারতবর্ষের জাতীয় শিক্ষা বিস্তারে মৌলানা আজাদ-এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় ৷ সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের ছোট জাগুলিয়ায় মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাইমাদ্রাসায় আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও গবেষক ড. শেখ কামাল উদ্দিন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারাসত-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল বাবলু, সংগঠনের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, মুখ্য উপদেষ্টা হাজি মনিরুল মোল্লা, নামদার শেখ, সাহাবুদ্দিন চৌধুরী, মো: ইমতিয়াজ প্রমুখ ৷ স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ-এর ১৩৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নুরুল হকের আহ্বানে এদিন বিভিন্ন জেলা থেকে মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন ৷ নুরুল হক বলেন, আমরা মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মাদ্রাসা শিক্ষকদের অভাব অভিযোগ সমস্যার সমাধানে যেমন তৎপর থাকি তেমনি ভারতবর্ষের ঐতিহ্য বহনকারী মৌলানা আবুল কালাম আজাদ-এর মতো মহান ব্যক্তিদের স্মরণেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি, আজকের অনুষ্ঠান তারই অংশ ৷’ উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে সভার মুখ্য আলোচক ড. শেখ কামাল উদ্দিন শিক্ষা ক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদ-এর অবদানের কথা তুলে ধরেন ৷মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন অর্থাৎ জাতীয় শিক্ষা দিবসের তাৎপর্য গুরুত্ব নিয়ে প্রথম সারির কোনও সংবাদ মাধ্যমে বিশেষ কোনো প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় পাশাপাশি তেমন কোনো প্রতিষ্ঠানে জাতীয় শিক্ষক দিবস পালন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন কামাল উদ্দিন ৷ অন্যদিকে জাতীয় শিক্ষা ক্ষেত্রে আবুল কালাম আজাদের অবদান কি ছিল তার বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে ড. শেখ কামাল উদ্দিন বলেন, ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, খড়গপুর আইআইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আবুল কালাম আজাদের ভূমিকা ছিল অবিস্মরণীয় ৷ উচ্চ শিক্ষার মান উন্নয়নে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর ভূমিকা উল্লেখযোগ্য ৷ পাশাপাশি বয়স্ক নারী শিশু শিক্ষা দানের কথা মাথায় রেখে এবং শিক্ষার মান উন্নয়নে মোদালিয়ার কমিশন গঠনের ক্ষেত্রেও মুখ্য ভূমিকা ছিল মাওলানা আবুল কালাম আজাদের ৷’ মাত্র ২২ বছর বয়সে মৌলানা আবুল কালাম আজাদ সম্পাদিত উর্দু পত্রিকা আল-হেলাল বাজেয়াপ্ত করা হয় বলেও জানান ড. কামাল উদ্দিন ৷ বিজেপি শাসন আমলে ভারতবর্ষে বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের হিড়িক নিয়ে কামাল উদ্দিন অবশ্য ‘ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন ৷ স্বাধীন ভারতের অন্যতম মুখ মৌলানা আবুল কালাম আজাদের কৃতিত্ব অক্ষুন্ন থাকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করতে দেখা যায় আলোচকদের ৷ উপস্থিত ছিলেন মো: মোতালেব মন্ডল, হাফিজুর রহমান, উচ্ছ্বাস মন্ডল, মো: মনিরুজ্জামান, বসির আব্বাস তরফদার, আবু সিদ্দিক খান, সিয়ামত আলী প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct