সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বিধানসভা ভোটে বিজেপি ৭৭ টি আসনে জিতেছিল, তার মধ্যে অর্ধেক পালিয়ে গেছে। এখন শুভেন্দুর সঙ্গে বোধহয় ৫০-৬০ টা বিধায়ক ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যেও অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছে’ বিস্ফোরক দাবি কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থণে রবিবাসরীয় সন্ধ্যায় ইন্দপুরের গৌউরবাজারে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। একই সঙ্গে ফিরহাদ ওই প্রসঙ্গে আরও বলেন, অভিষেক ওই সব বিধায়কদের পরিস্কার জানিয়ে দিয়েছে এখন গেট বন্ধ, নেওয়া যাবে না।
একই সঙ্গে ফিরহাদ হাকিম এদিন বিজেপির ‘মদতদাতা’ হিসেবে সিপিআইএম-কংগ্রেস’ দাবি করে বলেন, কংগ্রেসের দিল্লির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সাথে আছি’ বললেও এরাজ্যের ‘ছাগলের তৃতীয় বাচ্ছা’রা চেঁচাচ্ছে। যে অধীর নিজের বহরমপুরে জিততে পারেনি, সে নাকি বাংলা সামলাবে। এছাড়াও সিপিআইএম-বঙ্গ কংগ্রেস ‘মীরজাফরে’র ভূমিকা পালন করছে বলেও বলেও তিনি দাবি করেন। ফিরহাদ হাকিমের বক্তব্যে উঠে আসে আর.জি কর প্রসঙ্গও। তিনি বলেন, ওই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এক জনকে গ্রেফতার করেছিল, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। সিবিআই নতুন করে একজনকেও গ্রেফতার করতে পারেনি!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct