আপনজন ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই হোচট খায় ম্যানচেস্টার সিটি। দুই গোল হজম করে বসে পেপ গার্দিওলার দল। বিরতির আগে অবশ্য গোল দুটি শোধ করে ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত জয়ের হাসিও হেসেছে ম্যান সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে শিরোপাধারীরা।
এর ফলে, লিগ টেবিলে এক লাফে দুই ধাপ এগিয়ে গেল গার্দিওলার দল। ৩২ ম্যাচে ১৬ জয় ও ৭ ড্রয়ে ৫৫ পয়েন্ট চতুর্থ স্থানে আছে তারা। দুই পয়েন্ট করে কম নিয়ে চেলসি পঞ্চম ও নিউক্যাসল ইউনাইটেড ষষ্ঠ স্থানে নেমে গেছে।
চেলসি একটি ও নিউক্যাসল দুটি ম্যাচ কম খেলেছে। শনিবার এবেরেচি এজে ও ক্রিস রিচার্ডসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই দলকে সমতায় আনেন কেভিন ডি ব্রুইন ও ওমার মার্মাউশ। পরে একে একে সিটির বাকি তিন গোল করেন মাতেও কোভাচিচ, জেমস ম্যাকাটি ও নিকো ও’রাইলি। ম্যাচের শুরুতে প্রথম আক্রমণেই সিটিকে স্তব্ধ করে দেয় ক্রিস্টাল প্যালেস। অষ্টম মিনিটে বক্সে সতীর্থের ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার এবেরেচি এজে। ২১তম মিনিটে অ্যাডাম হোয়ার্টনের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস। ঘুরে দাঁড়াতে এরপর টানা আক্রমণ শুরু করে সিটি। দ্রুতও ফলও পেয়ে যায় তারা। তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে সমতায় ফেরে দলটি। ৩৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে সরাসরি ফ্রি কিকে ব্যবধান কমান ডি ব্রুইন। এরপর ডি-বক্সে সতীর্থের হেড পাস পেয়ে জোরাল শটে সমতা টানেন মার্মাউশ। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই তৃতীয় গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। ডি ব্রুইনের কাটব্যাক ডি-বক্সের মুখে পেয়ে জোরাল শটে গোলটি করেন কোভাচিচ। ৫৬তম মিনিটে চমৎকার এক গোলে ম্যাচের লাগাম হাতে নেয় তারা। গোলটির পেছনে বড় অবদান গোলরক্ষক এডারসনের। এক নজরে মাঠের অবস্থা বুঝে তিনি মাঝমাঠে জেমস ম্যাকাটিকে খুঁজে নেন। এরপর, প্রথম ছোঁয়ায় বল ধরে, দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে এবং গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৪-২ করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাকাটি। কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় ৭৯তম মিনিটে আরেকটি গোল করে বড় জয়ের পথে এগিয়ে যায় সিটি। বক্সে প্রতিপক্ষের একজন হেডে বল ক্লিয়ারের চেষ্টা করলে উল্টো পেয়ে যান ও’রাইলি। তরুণ এই ইংলিশ মিডফিল্ডারের শট আরেক জনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচে দ্বিতীয় জয় পেল ম্যানচেস্টার সিটি, অন্য দুটি ড্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct