বেহালা: উত্তর ও দক্ষিণ কোলকাতা কিংবা কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে সংযোগ সংস্থাপকারী মাঝেরহাট ব্রিজ উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুটির নতুন করে নাম করণ করা হয়েছে। নাম দেওয়া হয়েছে 'জয়হিন্দ সেতু।'
বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজটির উদ্বোধন করেন। এদিন উপস্থিত ছিলেন, পূর্ত মন্ত্রী অরুপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ পূর্ত দফতরের আধিকারিকরা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে ব্রিজটি ঘুরে দেখেন।
ব্রিজটি খুলে যাওয়ার ফলে উত্তরের সঙ্গে দক্ষিণ কলকাতার যোগাযোগ আরও সহজ হলো। পাশাপাশি কলকাতার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যোগাযোগও সহজ হল। ব্রিজটি উদ্বোধন হওয়ায় খুশি বেহালা- ঠাকুরপুকুর, মেটিয়াবুরুজ- মহেশতলাসহ ব্রিজ দিয়ে যাতায়াতকারী সমস্ত এলাকার মানুষ।
উল্লেখ্য ২০০১৮ সালের অভিশপ্ত এক বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজটি। দ্রুত গতিতে এগিয়ে চলে ব্রিজ পুনর্নির্মাণের কাজ। অভিশপ্ত সেই দিন ভুলে রঙের আচড় ও আলোর রোশনাইতে সেজে উঠেছে গোটা ব্রিজ। খুশির মধ্যেও আক্ষেপের সুর কারো কারো গলায়। কারণ ব্রিজ দূর্ঘটনায় হতাহত হয়েছিলেন বেশ কয়েক জন। রাজ্য সরকারের পক্ষ থেকে অনেককেই চাকরি কিংবা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে তাঁদের আক্ষেপ যারা দোষী তাদের শাস্তি হল না!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct