আপনজন ডেস্ক: মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিএম) আচার্য মহবুবুল হককে শুক্রবার সকালে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। ‘বন্যা জিহাদ’-এর অভিযোগসহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একাধিক বিদ্বেষমূলক প্রচারণার মুখে পড়েছিলেন তিনি ও তাঁর প্রতিষ্ঠান। হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ, শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকায় তার প্রতিষ্ঠিত সিবিএসই স্কুলে কয়েকজন পড়ুয়াকে সিবিএসই পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই গ্রেফতারে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অসমের প্রাক্তন সাংসদ আবদুল খালেক বলেন, হিমন্ত বিশ্ব শর্মা কয়েক মাস ধরে তার বিরুদ্ধে বিষোদ্গার ছড়াচ্ছিলেন। এবার অন্যায়ভাবে গ্রেফতার করলেন। কংগ্রেস নেতা ড. মকসুর উসমানি বলেন, ন্যাক‘এ’ পাওয়া ইউএসটিএম কর্তার গ্রেফতার চরম নিন্দাজনক। বাংলার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, ঘটনাটি উদ্বেগজনক। আসলে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা প্রতিহিংসার রাজনীতিতে মেতেছেন। আইঅসম পুলিশ ঘটনার তদন্ত করছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। এটি একটি গুরুতর বিষয় এবং আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct