আপনজন ডেস্ক: অনলাইনের যুগে এবার আরও অাধুনিক হয়ে উঠছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে লিখে মাধ্যমিকের ফর্ম পূরণ করতে হবে না, ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। আগামী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন ফর্ম পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। মধ্য শিক্ষা পর্ষদ সূত্র জানিয়েছে, আর হাতে লিখে নয়, এবার ২০২৫ সালের ফেব্রুয়ারির ১৪ তারিখ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ওই পরীক্ষায় যেসব পড়ুয়া বসবে তাদের নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন আর অফলাইনে হবে না, হবে পুরোপুরি অনলাইনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ ডিসেম্বর বেলা ১১টা থেকে অনলাইনে ফর্ম পূরণের আবেদন শুরু হবে। শেষ হবে ১৮ ডিসেম্বর রাত ১২টায়। মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়েই নির্দিষ্ট ফর্ম মিলবে। সেটাই পূরণ করতে হবে। সেক্ষেত্রে পর্ষদের ক্যাম্প অফিসগুলোতে আর ফর্ম পাওয়া যাবে না।জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। ২১ ডিসেম্বর ২০২৪ সালের নবম শ্রেণির নথিভূক্তিকরণের শংসাপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।ক্যাম্প অফিসগুলোতে ২০ এবং ২১ ডিসেম্বরে ২০২৪ সালের নবম শ্রেণির নথিভূক্তিকরণের শংসাপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে সংশ্লিষ্ট তারিখে স্কুলগুলোর প্রতিনিধিদের পরশুদের ক্যাম্প অফিসে গিয়ে সেই নথিপত্র সংগ্রহ করতেও নির্দেশ দিয়েছে পর্ষদ।এ প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘ক্রমাগত বিদ্যালয়ের উপর একটার পর একটা কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিকাশ ভবন থেকে যেসব কাজ করা হতো, সে কাজগুলি ধীরে ধীরে বিদ্যালয়গুলোর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কাজ একজনের পক্ষে সম্ভব নয়। স্বাভাবিকভাবে শিক্ষকদের এই কাজে ব্যস্ত থাকতে হয়। বহু বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য। ফলে, পঠনপাঠন ব্যাহত হয়। তার সঙ্গে রয়েছে বহু ধরনের প্রকল্পের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদানের গুরুত্বকে ক্রমাগত এভাবেই হ্রাস করা হচ্ছে। ছাত্র ও অভিভাবকদের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে এভাবেই গুরুত্বহীন করা হচ্ছে।’তাহলে একনজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের ঘোষিত মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট। ১৪ ফেব্রুয়ারি-প্রথম ভাষা, ১৫ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি- ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি- ভূগোল, ১৯ ফেব্রুয়ারি-জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি-ভৌত বিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি-গণিত এবং ২৪ ফেব্রুয়ারি-ঐচ্ছিক বিষয়।প্রসঙ্গত, এতদিন ফর্ম ফিলাপ হতো অফলাইনে। স্কুলে গিয়ে প্রয়োজনীয় নথি দিয়ে ফর্ম পূরণ করতে হতো পড়ুয়াদের। তবে এবার ঝক্কির দিন শেষ। পর্ষদের ওয়েবসাইটেই মাধ্যমিকের আবেদনপত্র পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্কুলগুলোকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct