মতিয়ার রহমান, কলকাতা, আপনজন: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা। মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, বিভন্ন জেলার মোট ১৫৩টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। যার মধ্যে ৮৬টি মেন ভেনু এবং ৬৭ সাব ভেনুতে পরীক্ষা নেওয়া হবে। এবছর জেলায় ৯৪ হাজার ৪৪৮ জন পড়ুয়া পরীক্ষা দেবে। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এবার ৪১ হাজার ৬৯৫ জন ছাত্র পরীক্ষায় বসবে। পাশাপাশি ৫২ হাজার ৭৫৩ জন ছাত্রী পরীক্ষা দেবে। গত বছর মোট ৭৮ হাজার ৩১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। অন্যদিকে সোমবার থেকে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা। প্রায় সাড়ে ১৫ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দেবে বলে জানা গিয়েছে। মোট ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পৌনে ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। ফাজিল পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আলিম ও হাই মাদ্রাসা পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫,১১০। এর মধ্যে হাই মাদ্রাসায় ৪৭,৩৭৬, আলিম পরীক্ষায় ১২,৫০৩ এবং ফাজিল পরীক্ষায় ৫,১২৫ জন পরীক্ষার্থী। ২০ জেলা মিলিয়ে ২০৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।
মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন বলেন, এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশনের আসল কপি নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। কোন অবস্থাতেই এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন এর জেরক্স কপি গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার্থীরা মোবাইল ফোন, হিডেন ক্যামেরা, ইলেকট্রনিক ঘড়ি, স্মার্ট ওয়াচ এবং কোন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে রাখবে না। প্রতিটি পরীক্ষার দিনে এটেনডেন্ট সিটে তারা সচেতনভাবে নিজের ছবির সাথে মিলিয়ে স্বাক্ষর করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct