নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: নিম্নমানের খাবার প্রদান, ঠিকমতো ডিম না দেওয়া সহ নানাবিধ অভিযোগ তুলে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের এলিজাবাদ গ্রামের ১০৮ নম্বর আইসিডিএস সেন্টারে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে। গ্রামবাসীদের দফায় দফায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের জেরে সেন্টার ছেড়ে চলে যেতে বাধ্য হন আইসিডিএস ওয়ার্কার সেলিমা খাতুন। বিক্ষোভের পরেই গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে দিয়ে ক্যমেরার সামনে কার্যত স্থানীয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী সেনারুল হকের বিরুদ্ধে নিত্যদিন মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন আইসিডিএস ওয়ার্কার সেলিমা খাতুন। যদিও আইসিডিএস ওয়ার্কারের অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী। গ্রামবাসীদের অভিযোগ, এলিজাবাদ গ্রামের ১০৮ নম্বর আইসিডিএস সেন্টারে ঠিকমত খাবার দেওয়া হয়না। দেওয়া হয়না ডিমও। একটা ডিমকে চার ভাগ করে শিশুদের বিতরন করা হচ্ছে। নিম্নমানের খাবার ও ডিম দেওয়ার প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন বাধ্য হয়েই সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও বেশ কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিকে গ্রাম বাসীদের অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে দাবি করেন ওই সেন্টারের ওয়ার্কার। এদিকে বিষয়টি নিয়ে সামশেরগঞ্জ ব্লকের সিডিপিও সুদীপ্ত সেনগুপ্ত জানান, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমেই বিক্ষোভের বিষয়টি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct