আপনজন ডেস্ক: প্রিমিয়ার লিগ শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগ জয়ের দিকে এগিয়ে এলো লিভারপুল এফসি। টটেনহামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নর। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে ১-১ ফলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেস।
এ ম্যাচের শুরু থেকেই লিভারপুল ও টটেনহামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ২৬ মিনিটে গোল দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন মুহাম্মদ সালাহ। ৩৩ মিনিটের মাথায় সেই গোল শোধও দিয়ে দেন টটেনহামের সন হেউন-মিন। ১-১ ফলে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় লিভারপুল। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে জুরগেন ক্লপের দল। বেশ কয়েক বার প্রতি আক্রমণে উঠে লিভারপুলকে বিপদে ফেলে দেয় টটেনহামও।
একটা সময় মনে হয়েছিল যে ম্যাচ ১-১ ফলেই হয়তো শেষ হবে। ঠিক তখনই লিভারপুলের হয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন রবার্তো ফিরমিনো। ৯০ মিনিটের মাথায় গোল দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয় ফরোয়ার্ড। মুগ্ধ হন ফুটবল প্রেমীর। এই জয়ের ফলে ১৩ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম সম পরিমাণ ম্যাচ খেলে ২৫ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct