নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন:মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশের ডিজি বিষয়টি দেখছে । তবে এর পেছনে কি কারণ, কি পরিকল্পনা ছিল , সেটাও দেখতে অনুরোধ জানাব পুলিশকে। মুর্শিদাবাদ প্রসঙ্গে এই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। রাজ্যপাল রেড ক্রস এর কথা বলছেন। বলতেই পারেন। আগের রাজ্যপালকে দেখে প্রমোশন যাতে হয় সেজন্য এইসব বলছেন।
সোমবার কালীঘাটে স্কাই ওয়াক উদ্বোধন প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদে বলেন, ধর্মনিরপেক্ষতা নিয়েই আমরা সব কাজ করি। ফিরহাদ হাকিম বলেন,যোগীও বলছেন। কিন্তু গুজরাতের দিকে আগে তাকিয়ে দেখুন কি পরিস্থিতি সেখানে।
ফিরহাদ হাকিম আরও বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে ওয়াকফ নয়া আইন লাগু হবে না। তারপরেও কিছু মানুষ কেন রাস্তায় নেমে নাটক করছেন। নিজেদের কাছে কত মানুষ আছে তা বোঝাতে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে কেন ফেলছেন। পশ্চিমবঙ্গ মৌলবাদীদের হাতে যাবে না। পশ্চিমবঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণ ,নেতাজি সুভাষচন্দ্র বসু ,রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এদের আদর্শ নিয়েই চলবে। বলে সাংবাদিকদের কাছে দাবি করেন ফিরহাদ হাকিম।
এদিকে মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,
সবাইকে শান্ত রাখার কথা বলব। সবাই শান্তিতে থাকুন এটাই চাই।আম্বেদকরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যারা এটা করছেন তারা দুস্কৃতিকারী। বিধানসভায় সরকার পক্ষ কোনো রেজুলেশন আনলে আলোচনা করতে পারি।
বিধানসভার অধ্যক্ষ আরো বলেন, ইলেকট্রনিক্স ডিভাইজার ইউটিলাইজ করছে দুষ্কৃতিকারীরা। নানা ধরনের অনলাইনে প্রতারণার ঘটনা ঘটছে। অন্য জায়গার ছবি দেখিয়ে এই রাজ্যে গোলমাল হয়েছে বলে উস্কানিমূলক প্রচার করা হচ্ছে। ধর্মীয় উস্কানি কখনও উচিত নয়। এর থেকে সংযত থাকতে হবে। সব ধর্ম নিয়ে ভারত বর্ষ। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন অধ্যক্ষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct