সেখ আনোয়ার হোসেন, নন্দীগ্রাম: নন্দীগ্রামের টেঙ্গুয়াতে রবিবার সকাল ১০ টয় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম দিবসে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে সিপিআইএম নেত্রী নন্দীগ্রাম বিধানসভার নির্বাচনে পরাজিত প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এরপর নির্বাচনের পরবর্তীতে শান্তি মিছিল বের করেন। শান্তি মিছিল শেষে তিনি একের পর এক রাজ্য সরকার সহ নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম না ধরে তোপ দাগেন তিনি বলেন নন্দীগ্রাম অশান্তির জায়গা নয়। নন্দীগ্রাম কে কেউ অপমান করবেন না।নন্দীগ্রাম শান্তি সম্প্রীতি ঐতিহ্যের জায়গা।
ন্দীগ্রাম রাজ্য তথা পূর্ব মেদিনীপুর হলদিয়া ঐতিহ্যপূর্ণ গর্ব বোধের জায়গা। নির্বাচন পরবর্তীতে একটি সরকার গঠন হয়েছে। শপথ গ্রহণ হয়েছে। এখানকার স্থানীয় বিধায়ক তিনিও জয়লাভ করেছে নন্দীগ্রামে সরকার বিরোধী দল থেকে। এখানকার মানুষ আতঙ্কে বসবাস করছে এর দায় কার? মানুষ মানুষের দিকে তাকাতে পারছে না ভয়ে। এখানকার অধিবাসী স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছেনা কয়েকজনকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। আতঙ্কের মধ্য দিয়ে প্রহর গুনছে। দোকানপাট খোলা যাবে তো! কালকে ব্যবসা হবে বাজার হাট করতে পারব এমন নানান প্রশ্ন মানুষের মাঝে উঁকি দিচ্ছে এমন একাধিক অভিযোগ তোলেন। এই মিছিলে পা মেলান পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম এর সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েক পাঁশকুড়ার প্রাক্তন সিপিআইএমের বিধায়ক ইব্রাহিম আলী মোল্লা সহ স্থানীয় নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct