আজিম শেখ , বীরভূম, আপনজন: ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পক্ষ থেকে রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানকে স্মারকলিপি প্রদান করলেন বামেরা। রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিকবার অভিযোগ উঠেছে বাংলা আবাস যোজনা বাড়ি নিয়ে। দেখা গিয়েছে কোথাও অসহায় দুঃস্থ মানুষ বাড়ি না পেয়ে চাকরিজীবী ও পাকা ইটের বাড়ি থাকা লোকেরা পুনরায় বাড়ি পাচ্ছে। এ নিয়ে সরব হয়েছে সারা রাজ্যজুড়ে পঞ্চায়েত থেকে বিডিও অফিস পর্যন্ত। আজ ফের রামপুরহাট ১ নাম্বার ব্লকের কাষ্ঠগাড়া গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিতে আসেন বাম সদস্যরা। এদিন তারা কাষ্ঠগড়া হসপিটাল মোড় থেকে পথ সভা করে কাষ্ঠগড়া পঞ্চায়েতে আসেন। এবং পঞ্চায়েতে সামনে কিছুক্ষণ বক্তব্য রাখেন তারপরে সাতজন প্রতিনিধি প্রধানের সন্নিকটে স্মারকলিপি জমা দেন। এই স্মারকলিপিতে তাদের ১২ দফা দাবি সমূহ গুলি হল-১) গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদে গৃহহীনদের আবাস যোজনায় বাড়ি ব্যবস্থা করতে হবে। ২) গ্রাম সভা ডেকে তালিকা অনুমোদন করতে হবে। ৩) নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। ৪) তেলডাহা গ্রামে দাসপাড়া ও ছাতারপুকুরে পানীয় জল ও ঢালাই রাস্তার ব্যবস্থা করতে হবে। ৫) বাতাসপুর হইতে ক্যানাল পাড় বিজুলিতলা পর্যন্ত রাস্তার ব্যবস্থা করতে হবে। ৬) গোপালপুরের দীনবন্ধু পালের বাড়ি হইতে পাকা রাস্তা পর্যন্ত ঢালায় এর কাজ ১৩ বছর পর্যন্ত বন্ধ কেন জবাব চাই। উক্ত সংসদে পানীয় জলের পাইপ লাইন ক্ষুদিরাম বাগদির বাড়ির থেকে ধর্মরাজ তলা পর্যন্ত রাস্তা কাজ করার সময় তোলা হয়েছিল তা পুনরায় পাইপ লাইনের ব্যবস্থা করতে হবে। ৭) ৮ নং সংসদে সন্তোষ মণ্ডলের বাড়ি হইতে পরেশ বাইরের বাড়ি পর্যন্ত ঢালায় রাস্তা করতে হবে। বাদপাড়া ব্যাঁকা বাহিনীর বাড়ি হইতে নতুন পঞ্চায়েত পর্যন্ত জল নিষ্কাশনের জন্য পাকা ড্রেন তৈরি করতে হবে। ৯) তামু পাড়ার কবর স্থানে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। ১০) ব্রিগেড ট্যাঁড়াপাড়ার দোলতলা ক্লাবের পাইপ লাইনের জন্য নতুন সাবমার্সাল বসাতে হইবে। ১১) গুগ গ্রামে আদিবাসী পাড়ার সমস্ত জল নিষ্কাশনের জন্য পাকা ড্রেন তৈরি করতে হবে। ও বিবিধ। আজকের এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সঞ্জীব মল্লিক, আব্দুল আলিম, স্বপন কুমার পাল, হিরু শেখ, মতিউর রহমান, সম্রাট শেখ, সহ আরো নেতৃত্ব বৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct