আপনজন ডেস্ক: লা লিগায় গতকাল রাতে এস্পানিওলের কাছে রিয়াল মাদ্রিদের হারে আজ বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার। অবনমন অঞ্চলের দল আলাভেসের বিপক্ষে খেলা বলে খানিকটা স্বস্তিই হয়তো ছিল বার্সা শিবিরে। তবে এদিন মাঠের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। স্বাগতিক বার্সাকে ম্যাচজুড়ে বেশ চাপেই রাখে আলাভেস। যদিও আজ শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে কাতালান ক্লাবটি।
স্তাদিও অলিস্পিক লুইস কোম্পানিসে পাওয়া বার্সার এই জয় লা লিগার পয়েন্ট টেবিলে নিয়ে এসেছে নতুন রোমাঞ্চ। বর্তমানে ২২ ম্যাচ খেলে সবার ওপরে থাকা রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৪৫। আর দুইয়ে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২২ ম্যাচে ৪৮। অর্থাৎ শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা এখন পিছিয়ে আছে ৪ পয়েন্টে। আর আতলেতিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান ৩। পয়েন্ট তালিকার এমন চিত্র সামনের দিনগুলোয় লা লিগায় হাড্ডাহাড্ডি শিরোপা লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে।
ঘরের মাঠে বার্সা অবশ্য জয়টা একেবারেই অনায়াসে পায়নি। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে বার্সা এগিয়ে থাকলেও, সুযোগ তৈরি করতে বেগ পেতে হচ্ছিল স্বাগতিক আক্রমণভাগকে।
এর মধ্যে চোট নিয়ে ম্যাচের শুরুতে গাভি মাঠ ছাড়লে পরিস্থিতি আরও খারাপ বার্সার জন্য। প্রথমার্ধে ধুঁকতে থাকা বার্সা তো একটির বেশি লক্ষ্যে শটও নিতে পারেনি। এ সময় আলাভেসের রক্ষণও ছিল বেশ দৃঢ়।
বিরতির পর গোলের জন্য আরও মরিয়া হয়ে চেষ্টা করে বার্সা। শেষ পর্যন্ত রবার্ট লেভানডফস্কির দারুণ এক গোলে ডেডলক ভাঙে কাতালান ক্লাবটি। এবারের লিগে পোলিশ তারকার এটি ১৭তম গোল। এগিয়ে যাওয়ার পর গোলের আরও কিছু সুযোগ তৈরি করে বার্সা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct