নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম, আপনজন: জঙ্গলমহলের ভোটপ্রচারে এবার জমি দখরের বিরুদ্ধে সোচ্চার হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোট প্রচারে নেমে ঝাড়গ্রামে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন আইএসএফের ভাঙ্গড়ের বিধায়ক তথা রাজ্যের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি মঙ্গলবার ভোটেরপ্রচারে এসে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, শিল্প করার নামে তৃণমুলের নেতাদের টাকা দিয়ে কুড়মি, আদিবাসী, মুসলিমদের জমি লুঠ করে নেওয়া হচ্ছে। তারা কেউ ছাড়পাবেন না। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার মানুষজনদের নিয়ে গণ প্রতিরোধ করা হবে।এদিন তিনি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার একটি বেসরকারি অতিথিশালায় আইএসএফের নেতাকর্মীদের নিয়ে আলোচনা করেন। সিপিআইএম ও কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় পার্টিদের সদিচ্ছা নেই তাই আমাদের নেয়নি সেটা তাদের ব্যাপার। তবে আমরা যে ৮ টি জায়গায় প্রার্থী দিয়েছি তার প্রত্যেকটা জায়গাতে আমাদের জয় নিশ্চিত। আমি খবর পেয়েছি যে ঝাড়গ্রামের মানুষের কন্ঠ রোধ করা হচ্ছে। তাই আমরা এখানে প্রার্থী দিয়েছি। এখানকার বঞ্চিত মানুষজনের কাছে আমরা যাচ্ছি। তারা যদি আমাদের জেতায় তাহলে সাংসদে গিয়ে এখানকারমানুষের কথা আমরা তুলে ধরবো। ত্রানের সমস্ত জিনিসপত্র তৃণমূলের নেতারা ভোগ করেন। আর ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সেগুলো পৌঁছয় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct