আপনজন ডেস্ক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বোলিং সহায়ক পিচে কাল নিয়মিতই উইকেট পাচ্ছিলেন ভারতের বোলাররা। তবু ভয় ছিল একজনকে নিয়ে—কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান অতীতে একক নৈপুণ্যে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের ২৪৯ রান তাড়ায়ও তিনি কিউইদের একাই টানছিলেন।
কিন্তু কালকের রাতটা উইলিয়ামসনের হতে দেননি অক্ষর প্যাটেল। তাঁর বলে উইলিয়ামসনের আউটেই ম্যাচ হেলে যায় ভারতের দিকে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই আউটের পর অদ্ভুত এক কাণ্ড করে বসেন বিরাট কোহলি। অক্ষর অসীম শ্রদ্ধা আর সম্মান পাওয়ার মতো কাজ করেছেন বোঝাতে গিয়ে কোহলি তাঁর পা স্পর্শ করতে ছুটে যান। ঘটনাটা বেশ হাস্যরসই তৈরি করে মাঠে।
ঘটনাটি নিউজিল্যান্ড ইনিংসের ৪১তম ওভারের। নিজের বোলিং কোটা পূরণ করতে এসে অক্ষর শেষ বলে উইলিয়ামসনকে আউট করেন। বলে ফ্লাইট ছিল। কিন্তু দ্রুত ব্যাটে আসবে ভেবে উইলিয়ামসন ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে চেয়েছিলেন।
কিন্তু ব্যাটে-বলে হয়ে ওঠেনি। উইকেটকিপার লোকেশ রাহুল বেশ আয়েশি ভঙ্গিতেই স্টাম্পিং করেছেন। নিউজিল্যান্ডের ভরসা হয়ে থাকা উইলিয়ামসন ৮১ রানে আউট হতেই ভারতের জয় একরকম নিশ্চিত হয়ে যায়।
উইলিয়ামসন আউট হওয়ার কিছুক্ষণ পরই অভাবনীয় সেই দৃশ্যের জন্ম দেন বিরাট কোহলি। পাশের পিচে দাঁড়িয়ে অক্ষর এক সতীর্থের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। এমন সময় কোহলি সেখানে গিয়ে অক্ষরের পা স্পর্শ করেন। অক্ষর তা টের পেতেই কোহলির হাত সরিয়ে দেন এবং হাসতে হাসতে বসে পড়েন।
মাঠে বেশির ভাগ সময় কোহলিকে আগ্রাসী মেজাজে দেখা যায়। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর ঘটনা আছে অনেক। আবার এই কোহলিই কখনো কখনো নরম মনের মানুষ হয়ে যান, প্রতিপক্ষকে সম্মান জানান। এই তো চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই নাসিম শাহর জুতার ফিতা বাঁধতে দেখা গেছে তাঁকে। যা ক্রিকেট মাঠে খুব পরিচিত দৃশ্য হলেও নানা সময়ে কোহলির নানা ধরনের আচরণের কারণে কারও কারও কাছে ব্যতিক্রম ঠেকেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে কালকের ম্যাচটি ছিল ওয়ানডে ক্যারিয়ারে কোহলির ৩০০তম। মাইলফলক ছোঁয়ার ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি। গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হওয়ার আগে করতে পেরেছেন ১১ রান। তবে ৪৪ রানের জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠে গেছে ভারত।
আগামীকাল একই মাঠে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct