আপনজন ডেস্ক: জরুরি অবস্থায় রক্তের অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কোনো ব্যক্তিকে রক্ত দিলে তার জীবন বাঁচানো যায়। তবে আপনি চাইলেই যে রক্ত দিতে পারেন বিষয়টা ঠিক তা নয়। যদি আপনার কিংবা আপনার পরিচিত কারোর রক্তের প্রয়োজন হয়, তাহলে জেনে নিন কার কাছ থেকে রক্ত নিতে পারবেন, আর কার কাছ থেকে রক্ত নিতে পারবেন না। প্রথমত, যারা সম্প্রতি নাক, কান বা শরীরের কোনো অংশে ছিদ্র করেছেন বা ট্যাটু করিয়েছেন, তারা রক্ত দিতে পারবেন না। আপনি যদি কোনও স্থায়ী মেকআপ চিকিৎসাও করেন তাহলে রক্ত দেওয়ার আগে কমপক্ষে চার মাস অপেক্ষা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্যাটু বা মেকআপ ট্রিটমেন্টের পরপরই রক্ত দিলে হেপাটাইটিস ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। যার শরীরের ওজন খুবই কম, তাদের রক্ত নেওয়া যাবে না। আপনার ওজন ৪৯ কেজির কম হলেও রক্ত দিতে পারবেন না। রেডক্রসের নিয়ম অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তির উচ্চতা অনুযায়ী ওজন ঠিক থাকলে তবেই তিনি রক্ত দিতে পারবেন। কেউ যদি অ্যান্টিবায়োটিকের কোর্সে থাকেন তবে তিনি রক্ত দিতে পারবেন না। এমনকি যদি আপনার সাত দিনের মধ্যে সংক্রমণ হয় তাহলেও রক্ত দেওয়া যাবে না। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের রক্তদান এড়িয়ে চলতে হবে। বুকের দুধ খাওয়ানো নারীরাও রক্ত দান করতে পারবেন না। হিমোফিলিয়ার মতো রক্ত সংক্রান্ত কোনো রোগ থাকলে রক্ত দেওয়া যাবে না। যাদের বয়স ১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশি তাদের রক্ত দেওয়া উচিত নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct