মোল্লা মুয়াজ ইসলাম,বর্ধমান,আপনজন: গোটা জেলার মধ্যে খণ্ডঘোষ অনেক বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে বিডিও সত্যজিৎ কুমারের প্রচেষ্টায়। ২০২১ সালের অর্থ বর্ষ শুরুর দিন থেকে শুরু করে আজকের ১৬ ই ডিসেম্বর পর্যন্ত খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত ২০২০২ টি জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে , ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কুড়ি হাজার জাতিগত শংসাপত্র তৈরীর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল খণ্ডঘোষ ব্লকের তরফ থেকে, যে লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।
আরো উল্লেখযোগ্য বিষয় হল বর্ধমান সদর দক্ষিণ মহকুমা ৬ টি ব্লকের সম্মিলিত তৈরি হওয়া তৈরি জাতিগত শংসাপত্র সংখ্যা ৪৪৪০৫। এই মহুকুমার প্রায় অর্ধেক ৪৬% জাতিগত শংসাপত্র দাবিদার খণ্ডঘোষ ব্লক একাই। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত জাতিগত শংসাপত্র নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ ব্লক হলো পূর্বস্থলী- ২ ,যাদের তৈরি হওয়া জাতিগত শংসাপত্র সংখ্যা ৯৪২৯, যার সংখ্যা প্রথম স্থানাধিকারী খণ্ডঘোষ ব্লকের অর্ধেকেরও কম। বর্ধমান সদর উত্তর মহকুমা অন্তর্গত ৬ টি ব্লক এবং ২ টি পুরসভার সম্মিলিত জাতিগত শংসাপত্র সংখ্যা ১৮০০৭, যে সংখ্যা খণ্ডঘোষ ব্লকের তৈরি হওয়া জাতিগত শংসাপত্রের সংখ্যার থেকেও কম। জাতিগত শংসাপত্রের পরিসংখ্যানের নিরিখে খণ্ডঘোষ ব্লক যে পথ প্রদর্শক,সে কথা বলাই বাহুল্য। বাঙলা আবাস যোজনায় খণ্ডঘোষ জেলায় প্রথম স্থান অধিকার করেছে | বিডিও সত্যজিৎ কুমারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটা টিম গ্যামের ফল | সবার আন্তরিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে |
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct