আপনজন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার মুসলিম দেশগুলোকে তেল রপ্তানিসহ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় অবিরাম বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসেবে তিনি এ আহ্বান জানান।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর হামাস যোদ্ধারা সীমান্ত পেরিয়ে হামলা চালালে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এর পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি বোমা হামলায় সাড়ে আট হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। তেহরানে শিক্ষার্থীদের এক সমাবেশে খামেনি বলেন, ‘ইসলামী সরকারগুলোকে অবশ্যই দ্রুত অপরাধ বন্ধ করার জন্য জোর দিতে হবে। মুসলিম দেশগুলোর উচিত নয় ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) সঙ্গে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা।’ পাশাপাশি তিনি ‘তেল ও খাদ্য রপ্তানি বন্ধ করার’ আহ্বান জানান। এ ছাড়াও খামেনি ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নাম নিয়ে ‘ফিলিস্তিনের বিরুদ্ধে দাঁড়ানো’ পশ্চিমা সরকারগুলোর নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘মুসলিমবিশ্বকে ভুলে যাওয়া উচিত নয় যে কারা গাজার জনগণের ওপর চাপ সৃষ্টি করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct