আপনজন ডেস্ক: পড়ুয়াদের শিল্প প্রতিভার বিকাশে অনন্য উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত রাজ্য বিদ্যালয় শিক্ষা বিভাগ রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘কলা উৎসব-এর আয়োজন করেছে। জেলা ভিত্তিক ‘কলা উৎসব’-এরপর এবার রাজ্য স্তরের কলা উৎসবে সঙ্গীত, ভিউজুয়াল আর্ট এবং ইন্ডিভিজুয়াল চয়েজ ছাড়াও নাটক ও নৃত্য, ক্লাসিক্যাল এবং লোকনৃত্য প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান এবছর হচ্ছে সল্টলেকের মদিনাতুল হুজ্জাজে। দু’দিনের এই বর্ণাঢ্য কলা উৎসব-২০২৩ এ সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন বিভাগ ও বিষয়ে নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ছাত্রছাত্রীদের শিল্পকলার বিকাশে এই উৎসবের আয়োজন। গত বছর ‘কলা উৎসব’ সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র-এ অনুষ্ঠিত এ বছর বেছে নেওয়া হয়েছে মদিনাতুল হুজ্জাজকে। কলা উৎসব ২০২৩ -এর তোরণ মদিনাতুল হুজ্জাজের প্রবেশ পথে শোভা পাচ্ছে। তবে, মদিনাতুল হুজ্জাজে সাধারণ এ রাজ্য থেকে হজে যাওয়ার জন্য পরিষেবা দিতে তৈরি করা হলেও এখন হজ মরশুম ছাড়া অন্যান্য সময়ে নানা সরকারি অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হচ্ছে। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে সংখ্যালঘু মহল থেকে।
উল্লেখ্য, মদিনাতুল হুজ্জাজ হল পশ্চিমবঙ্গ সরকারের হজ সম্পর্কিত অন্যতম দফতর। গত হজ মরশুমে দেখা গেছে, মদিনাতুল হুজ্জা থেকেই এ রাজ্যের হজযাত্রীদের শুধু থাকার ব্যবস্থা নয় বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে লাগেজ চেকিংয়ের বন্দোবস্ত করা হয় বিমানযাত্রা ত্বরান্বিত করতে। সুসজ্জিত সেই মদিনাতুল হুজ্জাজকে তাই বাঙলার মুসলিমরা শ্রদ্ধার চোখে দেখে। রাজ্যের মুসলিমরা দৃষ্টিনন্দন মদিনাতুল হুজ্জাজ তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারিফ করলেও হাজিদের জন্য নির্মিত ভবনে নাটক, নৃত্য, সঙ্গীত প্রভৃতি প্রতিযোগিতার অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হল কেন, সেই প্রশ্নও তুলতে শুরু করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct