আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: ২০২৪ এ আসন্ন লোকসভা নির্বাচনে উন্নত ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে বোলপুর কেন্দ্রে মনোনীত প্রার্থী অসিত মালের সমর্থনে নির্বাচনী প্রচারে নানুর বিধানসভা জলুন্দি অঞ্চলে বঙ্গছত্র গ্রামে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ,নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা-নেত্রী বৃন্দ। আজকের এই সভা থেকে কাজল শেখের মুখে শোনা গেল কেষ্ট মন্ডল এর সেই ডাইলক খেলা হবে। কাজল শেখ জানান আমি হাডুডু খেলা করেছি, ফুটবল খেলা করেছি, ক্রিকেট খেলা করেছি ডাংগুলি খেলা করেছি, কেউ যদি খেলতে চাই খেলার মাঠে যেতে রাজি আছি। সেই উদ্দেশ্যে বললাম খেলা হবে। তার কারণ আমার সহযোদ্ধারা যেভাবে খেলার মাঠে নেমে বামফ্রন্টের হার্মাদ বাহিনী দিকে তাড়িয়েছে আবার যারা ধর্মের নামে রাজনীতি করতে চাইছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে খেলতে চাইলে খেলতে রাজি আছি। এখানে সব রকম খেলা হবে বলে জানান কাজল শেখ। বাংলায় যে ভোট হবে তা মানুষের উন্নয়ন নিয়ে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার পরিপ্রেক্ষিতে ভোট হবে। এবার কোন কোন এরিয়াতে মানুষ রাতের অন্ধকারে টাকা দিয়ে বিভাজন সৃষ্টি করবে , ধর্ম নিয়ে রাজনীতি করবে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করবে এছাড়া বাংলার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করবে আর আমরা চুপ করে বসে থাকব এটা ভাবছেন কি করে। তার জন্যই বলেছি খেলা হবে খেলতে চাইলে খেলা হবে। আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে কাজল শেখ বলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct