আপনজন ডেস্ক: মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লিতে বসে গণপিটুনির বিষয়গুলি নিয়ন্ত্রণ করা করা সম্ভব নয় এবং মুসলিমদের বিরুদ্ধে বিশেষত গোরক্ষকদের তাণ্ডব নিয়ে উদ্বেগ নিয়ে আবেদনের নিষ্পত্তি করা সম্ভব নয়। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ শীর্ষ আদালতের ২০১৮ সালের রায়ের উল্লেখ করেন, যেখানে গণহিংসা এবং গোরক্ষকদের তাণ্ডবের মতো অপরাধের মোকাবিলায় ‘প্রতিরোধমূলক, প্রতিকারমূলক এবং শাস্তিমূলক ব্যবস্থা’ প্রদানের বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছিল। বেঞ্চ জানায়, দিল্লিতে বসে আমরা দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাগুলি পর্যবেক্ষণ করতে পারি না। জনস্বার্থ মামলার নিষ্পত্তি করার সময় বেঞ্চ বলেছে, আমাদের মতে, এই আদালতের দ্বারা এই জাতীয় ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। রাজ্যগুলিকে ২০১৮ সালের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার আর্জি জানানো জনস্বার্থ মামলার শুনানি হয় এই বেঞ্চে। এই মামলায় গণপিটুনি ও গণহিংসার ঘটনাগুলি বিশেষত মুসলিমদের বিরুদ্ধে গোরক্ষকদের মোকাবিলা করার বিষয়ে আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে।
বেঞ্চ বলেছে, ২০১৮ সালের রায়ে শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল তা কর্তৃপক্ষ অনুসরণ করতে বাধ্য।
আদালতের জারি করা নির্দেশ ভারতীয় সংবিধানের ১৪১ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে দেশের সমস্ত কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক।
বেঞ্চ অারও বলেছে, সুপ্রিম কোর্টের জারি করা নির্দেশাবলির যদি কোনও অমান্য করা হয় তবে অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যববস্থা গ্রহণ করতে আদালতের দ্বারস্থ হওয়া যেতে পারে। গণপিটুনিতে নিহতদের ক্ষতিপূরণের জন্য ন্যূনতম অভিন্ন পরিমাণ অর্থ প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রসঙ্গে আদালত বলেছে, যদি কোনও ব্যক্তি সাধারণ আঘাত পান ও অন্য একজন এই গণপিটুনিতে গুরুতর আহত হন, তবে একই ক্ষতিপূরণ হতে পারে না।
শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা ২০১৮ সালের রায়ের উল্লেখ করে বলেন, শীর্ষ আদালত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। এখন নতুন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) অধীনে গণপিটুনি একটি পৃথক অপরাধ। আবেদনকারীর আইনজীবী দাবি করেন, শীর্ষ আদালতের ২০১৮ সালের নির্দেশ সম্পূর্ণ অমান্য করা হয়েছে। এই ধরনের মামলায় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না করা রাজ্যগুলির একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct