আর.এ.মন্ডল, আপনজন: জমিয়ত উলামা-ই-হিন্দ এর সভাপতি মাওলানা মাহমুদ মাদানি আজ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য কারিগরি কোর্সে পাঠরত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছেন। মূলত B.E,বি ই,বি টেক, এম টেক, এম বি বি এস,বি এ এম এস, বি ইউ এম আস,বি ফার্মা,বি আর্চ এবং এম আর্চ এর মতো কারিগরি/পেশাগত ডিগ্রি কোর্সে পাঠরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
তবে তাদের কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থীরা বৃত্তির জন্য বিবেচিত হবে না। আয়ের মানদণ্ড ছাড়াও, শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৬০%মোট নম্বর পেতে হবে। জমিয়তের ওয়েবসাইট লিংক https://www.jamiat.org.in/masters/jamiat_scholarship_form/ থেকে ফর্ম ডাউনলোড করা যাবে। জমিদার উলামা-ই-হিন্দ কার্যালয়ে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ০৬ সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে। পুরণকৃত ফর্ম উপযুক্ত প্রমানাদি সহ কেন্দ্রীয় জমিয়তের এই ঠিকানায় বাহাদুর শাহ জাফর মার্গ, নয়াদিল্লি-১১০০০২ পাঠাতে হবে। উল্লেখ্য যে জমিয়ত উলামায়ে-ই-হিন্দ গত বছর ৪৩৩ জন শিক্ষার্থীকে ৩.৭.৫২লক্ষ টাকা অনুদান প্রদান করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct