আপনজন ডেস্ক: বিশখাপট্টম টেস্টের প্রথম ইনিংসে ভারতকে একাই টানলেন যশ্বসী জয়সওয়াল। দলকে বড় সংগ্রহ এনে দিয়ে নিজে হাঁকালেন ডাবল সেঞ্চুরি। দ্বিশতকে রেকর্ড গড়েছেন জয়সওয়াল, ঘুচিয়েছেন টেস্টে ভারতীয়দের ডাবল সেঞ্চুরির খরা। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান তোলে ভারত। যশ্বসী জয়সওয়াল একাই ২০৯ রান করেন। টেস্টে দীর্ঘ ১৫ বছর পর ভারতের কোনো ব্যাটার ডাবল সেঞ্চুরির দেখা পেলেন। সবশেষ ২০০৮ সালে ডাবল হাঁকিয়েছিলেন গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ২০৬ রান করেছিলেন এই বাঁহাতি।
বিশাখাপট্টম টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৩৩৬ রান তোলে ভারত। ১৭৯ রানে অপরাজিত ছিলেন জয়সওয়াল। দ্বিতীয় দিন ২৭৭ বলে ২০০ রান পূর্ণ করেন এই ওপেনার।শেষ পর্যন্ত আউট হন ২৯০ বলে ১৯ চার ও ৭ ছক্কায় ২০৯ রান নিয়ে। ২২ বছর ৩৭ দিন বয়সে দুইশ’ করে টেস্টে ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান বনে গেলেন জয়সওয়াল। ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান বিনোদ কাম্বলি। ১৯৯৩ সালের ১৯শে ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বছর ৩২ দিন বয়সে ২২৪ রান করেছিলেন তিনি। তালিকার দুইয়ে সুনীল গাভাস্কার। ১৯৭১ সালের ১৩ই এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ ছর ২৭৭ দিন বয়সে ২২০ রান করেছিলেন এই কিংবদন্তি ব্যাটার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct