নাজিম আক্তার, চাঁচল: বইপ্রেমীদের জন্য সুখবর! এবার নিঃশুল্কে গ্রন্থাগারে সদস্যপদ গ্রহণ করতে পারবেন পাঠকরা।মঙ্গলবার বিকেলে মালদহের দ্বিতীয় সরকারি বইমেলা মহকুমার চাঁচলে এসে এমনটাই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার উদ্ধোধন করেন। সেই সঙ্গে ঘোষণা চাঁচল কুমার শিবপদ লাইব্রেরীকে মডেল লাইব্রেরী করা হল।
উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক রাজর্ষি মিত্র, বইমেলার কার্যকরী সভাপতি তথা চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল,চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব,মালদা জেলা হেলথ অ্যান্ড ফ্যামিলির চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন, বইমেলার যুগ্ম সম্পাদক এটিএম রফিকুল হোসেন ও ডা. মানব ব্যানার্জী,প্রমুখরা।এদিন সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনে ভরামঞ্চে মন্ত্রীর সম্মুখে চাঁচলের ঐতিহ্যবাহী কুমার শিবপদ লাইব্রেরী পরিকাঠামো ও পাঠকদের নানা ধরনের সমস্যা তুলে ধরেন বিধায়ক আসিফ মেহবুব। তারপরেই সাথে সাথে চাঁচল কুমার শিবপদ লাইব্রেরী মডেল লাইব্রেরী বলে ঘোষণা করেন গ্রন্থগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলে, রাজ্যে একাধিক লাইব্রেরিকে মডেল বলে ঘোষণাকরা হয়েছে,আজ চাঁচলকেও ঘোষনা করলাম।
এবং পূর্বে লাইব্রেরীতে ১০০ বা তার অধিক টাকা ব্যয়ে সদস্যপদ গ্রহণ করতে হত পাঠকদের। এবার নিঃশুল্কে তা গ্রহণ যোগ্য হবেন বলে মন্ত্রী জানিয়েছেন।
মন্ত্রী বলেন, সরকারের ‘বই ধরো বই পড়ো’ প্রকল্পে সদস্যদের মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। ৫ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিশু বিভাগ তাদের ছবি সমেত আই কার্ড করা হবে। ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত বয়স্ক বিভাগ, ৬০ বছরের উর্দ্ধে প্রবীণ বিভাগ। এছাড়াও রয়েছে গ্লোবাল সদস্যপদ।এই গ্লোবাল সদস্যরা রাজ্যের যে কোনো গ্রন্থাগারের সদস্য হলেও, সেই গ্রন্থাগার ছাড়াও রাজ্যের অন্য গ্রন্থাগারে গিয়েও গ্রন্থাগারের সব সুবিধা গ্রহণ করতে পারবেন।এদিনের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি হন চাঁচল মহকুমার পাঠক-পাঠিকারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct