সেখ সামসুদ্দিন, মেমারি, আপনজন: মেমারি পৌরসভার নিজস্ব তহবিল থেকে নতুন ভাতা প্রাপকগণকে ব্যাঙ্কের পাস বই প্রদান কর্মসূচি এদিন করা হয়। মেমারি শহরের স্টেশন রোড নিমতলা এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক, মেমারি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ। মেমারি পৌরসভা নিজস্ব তহবিল থেকে আগেই ১৬০ জনকে এই ভাতা প্রদান চেকবুক তুলে দেন আবার আজ প্রতি ওয়ার্ড ভিত্তিক ১০ জন করে মোট ১৬০ জনের মধ্যে ১০০ জনের হাতে আজ পাশবই প্রদান করা হয়। বাকিদের খুব শীঘ্রই পৌরসভা থেকে প্রদান করা হবে বলে জানান চেয়ারম্যান স্বপন বিষয়ী।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তারা সকলেই প্লাস্টিক মুক্ত শহর গড়তে সহায়তা করার জন্য পৌরবাসীদের কাছে আবেদন রাখেন। চেয়ারম্যান আরো জানান এই ৩২০ জনের বার্ধক্য ভাতা যাতে কোনদিন না বন্ধ হয়ে যায়, তার জন্য আড়াই কোটি টাকা বিভিন্ন কর বাবদ আদায় থেকে ফিক্সড ডিপোজিট করে পাকা বন্দোবস্ত করেছেন। এছাড়াও গৃহহীন যারা ন্যূনতম ২৫ হাজার টাকা প্রদান করতে ব্যর্থ তাদেরকেও স্বপ্নের নীড় নামে ঘর দেওয়ার ও বন্দোবস্ত করেছেন। লক্ষ্য শহরের পাঁচশো পরিবারকে এই স্বপ্নের নীড় ঘর দেওয়ার। আপাতত ওয়ার্ড ভিত্তিক তিনটি করে ঘর নির্মাণ চলছে খুব শীঘ্রই তাদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হবে। মহকুমা শাসক চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী শহরবাসীর কাছে আবেদন রাখেন শহরকে সুন্দর রাখতে সকলে যেন এগিয়ে আসেন। শহরের মানুষ সুন্দর হলে তবেই শহরকে সুন্দর করা সম্ভব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct