আপনজন ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেল থেকে ওই সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ৩৬ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তি ইসরায়েলি গুপ্তচর বলে জানিয়েছেন শীর্ষ পুলিশ কর্মকর্তা। মালয়েশিয়ার কর্তৃপক্ষ ইসরায়েলি পাসপোর্ট বহনকারী এই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ মহাপরিদর্শক রাজারুদ্দিন হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, “যে ব্যক্তিকে ছয়টি হ্যান্ডগান ও ২০০ গুলিসহ আটক করা হয়েছে, তিনি ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এই সময় তিনি একটি জাল ফরাসী পাসপোর্ট ব্যবহার করেছিলেন।’ পুলিশের জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন ব্যক্তি একটি ইসরায়েলি পাসপোর্ট বের করেন বলে রাজারুদিন জানিয়েছেন। তিনি আরো বলেছেন, “পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি ইসরায়েলি গোয়েন্দাদের সদস্য হতে পারে। যদিও সন্দেহভাজন ওই ব্যক্তি কর্তৃপক্ষকে বলেছে, সে পারিবারিক বিরোধের কারণে অন্য এক ইসরায়েলি নাগরিককে খঁজতে মালয়েশিয়ায় এসেছেন।” তিনি আরো বলে, “তবে, আমরা তার করা মন্তব্য পুরোপুরি বিশ্বাস করছি না। আমরা সন্দেহ করছি, অন্য কোনো ঘটনা থাকতে পারে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct