আপনজন ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে ইসরাইল।
আরব সংবাদমাধ্যমের এক খবরে বলা হয়েছে, রমজান মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নতুন করে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী সরকার।
ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নারী এবং ১২ বছর বা তার কম বয়সী শিশুরা আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়ে পশ্চিম তীরে আসা ফিলিস্তিনিদেরও আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
যারা আল-আকসা মসজিদে আসতে চায় তাদের আসার আগে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।শুক্রবারের জুমার নামাজের জন্য মাত্র ১০ হাজার মানুষকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
মুসলিমদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান জেরুজালেম ও আল আকসা মসজিদ।অন্যদিকে আল-আকসা এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ বলে মনে করেন ইহুদিরা। এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct