আপনজন ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের কাছে আটকা চার জিম্মির মরদেহ অবিলম্বে ফেরত দিলে ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) গাজায় যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীদের এমনটাই জানিয়েছে ইসরাইল।
ইসরাইলি কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াইনেট নিউজ।
ইসরাইলের দাবি, হামাস যেন কফিন দিয়ে কোনও ‘আনুষ্ঠানিকতা’ না করেই বন্দিদের মরদেহ ফেরত দেয়, যেমনটা তারা গত সপ্তাহে বিবাস এবং ওদেদ লিফশিৎজের মৃতদেহ দিয়ে করেছিল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস তাদের হাতে বন্দি জিবীত ও মৃত জিম্মিদের মুক্তি দেবে। বিনিময়ে ইসরাইল তাদের হাতে আটক শত শত বন্দিকে মুক্তি দেবে। তবে সবশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে না বলে জানিয়ে দেয় তেল আবিব কর্তৃপক্ষ।
শনিবার হামাসের হাতে বন্দি অবস্থায় মারা যাওয়া মা শিরি বিবাস এবং তার দুই ছোট সন্তান আরিয়েল এবং কেফিরের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ইসরাইলিরা ক্ষুব্ধ হয়ে উঠেন।
এদিকে হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াইনেট জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অধীনে তাদের ফিরে আসা চারজন মৃত জিম্মিকে কেবল তখনই হস্তান্তর করা হবে যখন ইসরাইল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে।
রোববার হামাসের মুখপাত্র মাহমুদ মারদাউই বলেছেন, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত রাখবে যতক্ষণ না জেরুজালেম জেরুজালেম বন্দীদের মুক্তি দিতে সম্মত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct