দেবাশীষ পাল, মালদা, আপনজন: জোট না হলে আইএসএফ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে নিজেদের দলের প্রার্থী ঘোষণা করবে। মালদায় কর্মী সভায় এসে এমন কথাই জানালেন,আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। জোট প্রসঙ্গে তিনি বলেন, ধৈর্য্যেরও একটা সীমা থাকা উচিত। রবিবার কালিয়াচকের নজরুল ভবনে আইএসএফ এর পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই নওশাদ সিদ্দিকী ছাড়াও ছিলেন অন্যান্য নেতৃত্ব। এদিনের কর্মী সভায় উপস্থিতির সংখ্যা ছিল যথেষ্ট। সভা শেষে নওশাদ বললেন, দক্ষিণ মালদার দলীয় কর্মীদের নিয়ে একটি কর্মিসভা করা হল। আমরা এবারের ভোটে দক্ষিণ মালদায় প্রার্থী দেব বলে মনস্থির করেছি। তবে এখনও জোটের আলোচনা চলছে। জোট হলে আমাদের কর্মীরা জোট প্রার্থীর সমর্থনে লড়াই করে এখানে বিজেপি-তৃণমূলকে পরাস্ত করতে প্রস্তুতি নেবে। অন্যথায় আমাদের কর্মী-সমর্থকরা আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাতে নির্বাচনী প্রচারে নামবেন। আমরা চাই এমন একজন পার্লামেন্টে যাক যে গঙ্গা ভাঙন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য কর্মসংস্থানের কথা সংসদে তুলে ধরবে।
নওশাদ আরও বলেন, প্রকৃত অর্থেই সে জনগণের জনপ্রতিনিধি হবে। আজ আমরা তারই প্রস্তুতি নিলাম। এখনও জোটের আলোচনা চলছে। আমরা আর দু’একদিন অপেক্ষা করব। কারণ, অপেক্ষারও একটা সীমা থাকে। বিজেপি, তৃণমূল ও কংগ্রেস ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি।আর দু’একদিন অপেক্ষা করব। জোট হলে ভালো,না হলে আমরা নিজেদের প্রার্থী ঘোষণা করে দেব। আইএসএফ নেতা আরও বলেন, আমরা ইতিমধ্যে রাজ্যের আটটি আসনে নিজেদের প্রার্থী দিয়েছি। জোটের স্বার্থে আমরা ওই আটটিতেই সীমাবদ্ধ থাকতে চাইছি। যদি জোটের বড় দু’টো দল আমাদের সাইড লাইন কিংবা কর্নার করার চেষ্টা করে, মাত্র তিন চারটি আসন আমাদের জন্য ছাড়ে, তবে আমাদের আসন সংখ্যা আটের জায়গায় ষোলো বা তার বেশি হতে পারে। এখানে বিভাজনের রাজনীতি করার প্রবণতা বাড়ছে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। আর অ-বিজেপি দলগুলি বিজেপির ধর্মের রাজনীতিকে সামনে রেখে ভোট চাইছে। এই রাজনীতি আমরা করতে দেব না। এরপর তিনি জানান, মানুষের রুজিরুটির কথা হোক। পেটে খিদে রেখে ধর্ম হয় না। সেই খিদে আগে নেভাতে হবে। ধর্ম তার নিজের জায়গায় থাকুক। আমাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপিকে যারা এই রাজ্যে নিয়ে এসেছে সেই তৃণমূলের বিরুদ্ধেও। এই দুই দলকেই হারাতে হবে। জোট ঘোষণা হলে প্রার্থীকে জেতাতে ময়দানে নেমে পড়বেন সকলে। নইলে নিজেদের ক্ষমতায় নিজেদের প্রার্থীর সমর্থনে লড়াই হবে। এখন দেখার আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর এমন বার্তায় জোটের সমস্যা কেটে কোনও সমাধান সূত্র বের হয় কিনা!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct