আপনজন ডেস্ক: টেস্টে সর্বশেষ ১০ ইনিংসে রোহিত শর্মার রান ১৩৩, বিরাট কোহলির ১৯২। দুজনেরই ফিফটি মাত্র একটি করে। ভারত জিতলে না হয় ব্যাট হাতে রোহিত–কোহলির ছন্দহীনতা কিছুটা হলেও আড়ালে পড়ে যেত। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ভারত যেভাবে অপদস্থ হলো, তাতে দুজনের সাম্প্রতিক ব্যাটিং পরিসংখ্যান আরও বেশি করে সামনে আসছে। তা দেখার পর তাঁদের টেস্ট দল থেকে বাদ দেওয়ার আলোচনাও শুরু হয়ে গেছে।
গত ২৫ অক্টোবর নিউজিল্যান্ড সিরিজ চলার সময়ই অস্ট্রেলিয়া সফরে বোর্ডার–গাভাস্কার ট্রফির স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যথারীতি সেই সিরিজেও নেতৃত্ব দেবেন রোহিত। আছেন কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও। অশ্বিনের বয়স ৩৮ পেরিয়েছে, রোহিতের পেরিয়েছে ৩৭। আগামীকাল কোহলি ৩৬তম জন্মদিনের কেক কাটবেন। ডিসেম্বরে জাদেজারও ৩৬ পূর্ণ হবে। খুব সম্ভবত এটাই ৪ সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে শেষ অস্ট্রেলিয়া সফর হতে যাচ্ছে।
তবে এই সফরে যদি রোহিত, কোহলি, অশ্বিন ও জাদেজা ব্যর্থ হন; আরও স্পষ্ট করে বললে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারে, তাহলে ৪ জনেরই টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ বলছে, সিনিয়রদের ভবিষ্যৎ ঠিক করতে বিসিসিআইয়ের সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার। গতকাল মুম্বাই টেস্ট হেরে নিউজিল্যান্ডের কাছে ৩–০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে ভারত। দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয়দের ধবলধোলাই হওয়ার মাত্র দ্বিতীয় ঘটনা এটি।
রোহিত–কোহলিরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের থেকে স্পিন ভালো খেলেন—এমন কথা প্রচলিত থাকলেও এই সিরিজে তা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। ৩ ম্যাচে ভারতের ৬০ উইকেটের ৩৭টিই নিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনাররা। ম্যাচে এজাজ প্যাটেল–গ্লেন ফিলিপসদের সামলাতে মুম্বাই টেস্টের আগে ৩৫ জন নেট বোলার ডেকে এনেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট, এঁদের মধ্যেই বেশির ভাগই ছিলেন স্পিনার। কিন্তু টিম ম্যানেজমেন্টের এই কৌশলও কোনো কাজে আসেনি।
মুম্বাই টেস্টেও ভারতের ২০ উইকেটের ১৬টি নিয়েছেন কিউই স্পিনাররা। দুজন ব্যাটসম্যান হয়েছেন রানআউট; এর একজন কোহলি প্রথম ইনিংসে পাগলাটে দৌড় দিয়ে ব্যক্তিগত ৪ রানে থাকতে নিজের সর্বনাশ ডেকে এনেছেন। আজ দ্বিতীয় ইনিংসে ১ রান করে আউট হয়েছেন এজাজ প্যাটেলের বলে। ১১৮ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম এক টেস্টের দুই ইনিংসেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন।
বাঁহাতি স্পিনারদের বলে কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স ভারতীয় সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২০ সাল থেকে ১২ বার বাঁহাতি স্পিনে উইকেট দিয়ে ফিরেছেন কোহলি। এই সময়ে তাঁদের বিপক্ষে ব্যাটিং গড় মাত্র ২০.৪১।
সর্বশেষ ৮ ইনিংসেই তিন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান, মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেলের শিকার হয়েছেন ৪ বার। ঘরের মাঠে লাগাতার স্পিন সামলাতে ব্যর্থ হলেও প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে তিনি অনীহা দেখিয়ে চলেছেন। বিস্ময়কর হলেও সত্য, কোহলি সর্বশেষ রঞ্জি ট্রফিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে, তাঁর আদর্শ শচীন টেন্ডুলকার অবসর নেওয়ারও এক বছর আগে!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct