আপনজন ডেস্ক: আজ আবুধাবিতে মু্ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে কেকেআর। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে কেকেআরের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘দলের অধিনায়কত্ব নিজেই ছেড়ে দিয়েছেন দীনেশ কার্তিক। কেকেআরের ম্যানেজমেন্টকে কার্তিক জানায় যে নিজের ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে চান।’ সেইসঙ্গে নয়া অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মর্গ্যানের নামও ঘোষণা করে কেকেআর। দলের কথা ভেবে অধিনায়কত্ব ছাড়ার বিষয় নিয়ে কার্তিকের প্রশংসা করেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। তিনি বলেন, ‘ডিকের মতো নেতা থাকায় আমরা ভাগ্যবান। যিনি সবসময়ে দলকে আগে রাখেন। অধিনায়কত্ব ছেড়ে দিতে অনেক বেশি মনোবলের প্রয়োজন; যা দেখাতে পেরেছেন কার্তিক। আমরা সেই সিদ্ধান্তে অবাক হলেও ওঁর ইচ্ছার প্রতি আমরা সম্মান জানাচ্ছি। আমরা ভাগ্যবান যে ইয়ন মর্গ্যান দলকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
আরও পড়ুন: মেসির প্রাক্তন কোচকে এবার ক্রিকেট শেখাবেন কোহলি!
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে চলতি আসরে নিজেদের অষ্টম ম্যাচ খেলার আগে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরেই অবস্থান ছিল কলকাতা। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানের হাত ধরে বাকি ম্যাচ গুলোতে ভালো পরফারমেন্স করার লক্ষ্য কেকেআরের।
আরও পড়ুন: IPL2020: গেইলের প্রত্যাবর্তন ম্যাচ ৮ উইকেটে আরসিবিকে হারালো পাঞ্জব
২০১৮ সালে ৭ কোটি ৪০ লাখ টাকায় কার্তিককে দলে নেয় কেকআর। এবং সেই বছর থেকেই কার্তিকের হাতে অধিনায়কত্ব তুলে দেয় কেকেআর ম্যানেজম্যান্ট। তার নেতৃত্বে ২০১৮ সালের আসরে তৃতীয় এবং ২০১৯ সালের আসরে পঞ্চম হয়েছিল কলকাতা। এবার সাত ম্যাচের ৪টি জিতেছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct