আপনজন ডেস্ক: সৌদি আরবে খাদ্য ও পানীয়ের খরচের পাশাপাশি আবাসন, জল, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বার্ষিক মুদ্রাস্ফীতির হার জানুয়ারিতে ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে।অন্যদিকে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের ভোক্তা মূল্যসূচক ২ দশমিক ৯ শতাংশ থেকে জানুয়ারিতে রেকর্ড ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সংস্থাটি বলেছে, ‘২০২৩ সালের জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হারের প্রধান চালক ছিল আবাসনের দাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct