আপনজন ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম ভাতা বৃদ্ধির ঘোষণা দিল। মঙ্গলবার রাজ্য অর্থ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছে।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী শারদোৎসব ও ঈদের আগে সরকারী কর্মীরা এই বোনাস ও অগ্রিম পাবেন। রাজ্যে ডিএ বৃদ্ধির দাবিতে যখন সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলন মুখর, সেই সময় রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম ভাতা বৃদ্ধির ঘটনা তাদেরকে খুশি করে তুলবে বলে মনে করছে ওয়াকিফহাল মহল।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব রাজ্য সরকারি কর্মচারী কোনওরকম ‘প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস’ (কাজের ভিত্তিতে প্রদান করা বোনাস) পান না এবং ২০২৫ সালের ৩১ মার্চ যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার কম, তাঁদের মাথাপিছু সর্বোচ্চ ৬,৮০০ টাকা বোনাস পাবেন। যদিও ২০২৪-এ এদের অ্যাড হক বোনাস ছিল ৬ হাজার। বেতনের উর্ধ্বসীমা ছিল মাসিক বেতন ৪২ হাজার।
আরও জানানো হয়েছে, কর্মচারীরা পুরনো বেতন কাঠামো বা নতুন কাঠামোয় থাকুক না কেন, যাদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার বেশি, তারা সেই অ্যাড-হক বোনাস পাবেন না।
মাসিক ৪৪ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত যাদের বেতন তারা উৎসব অগ্রিম হিসেবে এবছর পাবেন ২০ হাজার টাকা।
গত বছর বেতনের উর্দ্ধসীমা ছিল মাসিক ৪২ হাজার থেকে ৫০ হাজার। উৎসব অগ্রিম দেওয়া হয়েছিল ১৮ হাজার টাকা। ২ হাজার টাকা বাড়িয়ে এবছর করা হল ২০ হাজার টাকা।
৩১ মার্চ ২০২৫ –এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তারাও এই উৎসব ভাতা পাবেন।
যাদের পেনশন মাসে ৩৮ হাজার টাকার কম তারা এই ভাতা পাবেন ৩ হাজার ৫০০ টাকা। এবার ৩০০ টাকা বাড়ল। গত বছর উৎসব ভাতার প্রাপকদের পেনশনের উর্দ্ধসীমা ছিল মাসে ৩৫ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ৩৮ হাজার টাকা।
একই সুবিধা পাবেন রাজ্য সরকারি অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও। ফলে, ঈদের আগে রাজ্য সরকারি কর্মীরা এখন তাই আনন্দ মুখর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct