নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: বুধবার দুপুর ১২ টায় বিকাশ ভবনে ৩০-৪০জন চাকরিপ্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি করলেন। যাদের এইবছরেই নিয়োগে অংশগ্রহণ করবার বয়সের সীমা পেরিয়ে যাচ্ছে তাঁদের হয়ে এরা প্রতিনিধিত্ব করলেন। চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন, বর্তমান নিয়োগের নিয়ম অনুযায়ী বছরের প্রথম দিন ধরে হিসেব করে জেনারেল প্রার্থী দের ৪০বছর, ওবিসি প্রার্থীদের ৪৩ বছর, এসসি, এসটি প্রার্থীদের ৪৫বছর পর্যন্ত সুযোগ দেওয়া হয় নিয়োগে অংশগ্রহণ করবার জন্যে। আমাদের রাজ্য বহু বছর টেট পরীক্ষা হয়নি তাই এরা সবাই বঞ্চিত রয়েছেন। ২০১৭ সালের প্রাথমিক টেট হবার পরে ২০২২ সালের ১১/১২/২০২২ তারিখ প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। যার রেজাল্ট বেরোয় ১০/২/২০২৩ তারিখে। উত্তীর্ণ হন ১লক্ষ ৫০হাজার ৪৯২জন। কিন্ত সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পরবর্তী কালে বিএড ডিগ্রি ও এনআইওএস -এর ১৮মাসের ডিএলএড ডিগ্রি প্রাথমিক শিক্ষকের জন্যে উপযুক্ত নয় বলে বহু প্রার্থী বাদ পড়ে যান। অন্যদিকে হাইকোর্টের আদেশ অনুযায়ী ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি প্রাপ্ত রাও বাদ পড়ে যান। এদের বাদ দিয়ে বর্তমানে ৫২১৪৯ জন ২০২২এর টেট উত্তীর্ণ ডিএল এড চাকরিপ্রার্থী আছেন নিয়োগের জন্যে উপযুক্ত। এছাড়াও কিছুজন চার বছরের বি এল এড ডিগ্রি প্রাপক ২০২২ টেট উত্তীর্ণ রয়েছেন যারা নিয়োগের জন্যে যোগ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct