আপনজন ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি ঘোষণা করেছেন, আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে একটি পদযাত্রা কর্মসূচি পালন করবে তার দল।
বুধবার আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী সাংবাদিকদের জানান, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদে এ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন, তবে তিনি কমিটির সদস্যদের নাম প্রকাশ করতে রাজি হননি।
তিনি বলেন, কমিটির সদস্যদের নাম প্রকাশ করলে তাদের গ্রেফতার করা হবে, তাই আমি নাম দেব না।
ফয়সাল চৌধুরী আরো জানান, ২৪ নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ, এবং পাকিস্তান ও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচি পালন হবে। আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না। এটি প্রতিবাদের চূড়ান্ত ডাক, আমাদের দাবি— ২৬তম সংশোধনী বাতিল এবং আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া, এছাড়া বিনা বিচারে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে।
ইমরান খানের বোন আলিমা খান বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন এবং দলের প্রতিটি কর্মীকে পুরো পাকিস্তান থেকে বিক্ষোভে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct