আপনজন ডেস্ক: উত্তর প্রদেশ রাজ্যের কারাবন্দী রাজনীতিবিদ মুখতার আনসারি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বান্দা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা বলছেন, মুখতার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি, তাঁকে কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়েছে। মুখতার আনসারির মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তর প্রদেশের বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বান্দার আদালত বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। উত্তর প্রদেশের প্রাক্তন বিধায়ক মুখতার আনসারি মৃত্যুর আগে একটি বিশেষ আদালতে অভিযোগ করেছিলেন, তাঁকে কারাগারে বিষ মেশানো খাবার খাওয়ানো হয়েছে। ৪০ দিনে অন্তত দুবার তাকে বিষ মেশানো খাবার দেওয়া হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বান্দা শহরের কারা কর্মকর্তাদের জবাব চেয়েছিলেন। সেই মুখতার আনসারি গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন।কারাগারে অসুস্থ হয়ে পড়লে মুখতারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। চিকিৎসকেরা বলছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আর পরিবার বলছে, জেলে তাকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়েছে। ঘটনার এক সপ্তাহ আগেও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আনসারি। উত্তরপ্রদেশের বারাবাঁকির সংসদ সদস্য ও বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারপতি কমল কান্ত শ্রীবাস্তব ২১ মার্চ মুখতার আনসারির করা আবেদনের শুনানি করেন। বিচারপতি ওই শুনানি শেষে বান্দা কারাগারের তত্ত্বাবধায়ককে নির্দেশ দিয়েছিলেন, যেন তিনি ২৯ মার্চের মধ্যে মুখতারের শারীরিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রিপোর্ট দেন। ২১ মার্চ বারাবাঁকি আদালতে জমা দেওয়া আবেদনে মুখতার অভিযোগ করেন, ১৯ মার্চ রাতে তাকে কারাগারে যে খাবার দেওয়া হয়েছিল, তাতে বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল। আর সে কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।মুখতার আনসারি বলেছিলেন, ওই খাবার খাওয়ার পর অস্বস্তি হচ্ছিল। শুরুতে তার হাত-পায়ে ব্যথা হয়। পরে পুরো শরীরে ব্যথা ছড়িয়ে পড়ে। আমার হাত আর পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, আমি মারা যাচ্ছি। এর আগে আমার শরীর পুরোপুরি ঠিক ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct