নিজস্ব প্রতিবেদক, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হোক শুভেন্দু ও শিশির অধিকারীকে এমনই মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বুধবার দলীয় প্রার্থীর সমর্থনে একটি পদযাত্রা আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ক্যানিংয়ের হেলিকপ্টার মোড় থেকে এই মিছিল শুরু হয়ে তা শেষ হয় নতুন অটো স্ট্যান্ডে গিয়ে। সেখানে বক্তব্য রাখছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ওদের নেই তাই ওরা এখনো প্রার্থী ঘোষণা করতে পারছে না। ওদের যদি সাহস থাকে তো শুভেন্দু অধিকারী নিজে দাঁড়াক নতুবা শিশির অধিকারী কে প্রার্থী করুক। উল্লেখ্য মঙ্গলবার দলীয় কর্মীদের আক্রমণের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলের পাল্টা প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জয়নগর কেন্দ্রে প্রার্থী প্রতিমা মন্ডলকে নিয়ে এদিন মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস প্রমুখ। প্রতিমা মন্ডল বলেন, শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল নেতৃত্বের কদর্য ভাষা আক্রমণ করছেন তারই প্রতিবাদে এই প্রতিবাদ সভা।
তৃণমূল কংগ্রেসের এদিনের এই সভা থেকে বিজেপিকে জয়নগর কেন্দ্রে আরো বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন শওকত মোল্লা সহ অন্যান্য নেতৃত্তরা। এ দিনের তৃণমূলের এই সভাতে বেশ কয়েকজন বিজেপির কর্মীরা যোগদান করেছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। এ বিষয়ে জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট পবিত্র পাত্র বলেন, তৃণমূলের পুরানো কর্মীদেরকেই নতুন করে আবার তৃণমূলের যোগদান করিয়েছে। আমাদের দলের কেউ এই যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। জয়নগর এসসি লোকসভা কেন্দ্রের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হেলিকপ্টার মোড় থেকে ক্যানিং এসডিও রোড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পথ পদযাত্রা করেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পদ প্রার্থী প্রতিমা মন্ডল।এদিন পদ যাত্রায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস,জেলা পরিষদের সদস্য সুশীল সরদার,মাতলা-১ অঞ্চল সভাপতি তৃণমূলের কমলাকান্ত সাহা প্রমুখ।পদ যাত্রার শেষে একটি নির্বাচনি পথ সভার আয়োজন হয়।এদিনের সভায় তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডল বলেন উন্নয়ন কে সামনে রেখে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হচ্ছে।জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বিশ্ব বিদ্যালয় স্থাপন করার জন্য আমি পার্লামেন্টে তুলে ছিলাম।এই কেন্দ্রের মানুষ বিগত দিনে আমায় দুহাত ভরে আশীর্বাদ করে ছিল তাই দুইবারের সাংসদ হয়েছি।এবার ও মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে।ফলে জয়ের বিষয়ে আমি আশাবাদী।এদিকে মঙ্গলবার ক্যানিং হসপিটাল মোড় থেকে ক্যানিং এসডিও রোড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয়নগর কেন্দ্রের বিজেপির প্রার্থী ডাঃ অশোক কান্ডারি সমর্থনে এবং একটি পথ সভা ও করে।আর তারই পরিপেক্ষিতে পাল্টা হল তৃণমূলের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct