আপনজন ডেস্ক: থাইল্যান্ডের ভোটকেন্দ্রে হুইলচেয়ারে করে অক্সিজেন সিলিন্ডারসহ উপস্থিত হয়েছেন একজন আইসিইউর রোগী। রোববার হুইলচেয়ারে করে একটি কেন্দ্রে সাধারণ নির্বাচনের ভোট দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, ৭২ বছর বয়সী বৃদ্ধ কিত্তি কোচানান ব্যাংককের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। তবে শারীরিক অসুস্থতাও তাকে দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেওয়া থেকে থামিয়ে রাখতে পারেনি। টুইটারে নির্বাচনের একটি ভিডিও পোস্ট করে থাইল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম থাই পিবিএস। সেখানে দেখা যায়, হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে আসা ওই বৃদ্ধ ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে ব্যালট পেপার ঢোকাচ্ছেন। হুইলচেয়ারের সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct