গত শুক্রবার দুপুরের পর থেকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে জমায়েত ঘিরে ধুলিয়ান তথা সামশেরগঞ্জ-সুতিতে অশান্তি সৃষ্টি হয়। এমনকী গুলি, লুটপাটের মতো ঘটনা ঘটে। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। প্রশাসনের তৎপরতায় তা বন্ধ হয়। রবিবার থেকে অবশ্য জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার প্রায় সব দোকানপাট খোলা ছিল। রাত দশটা থেকে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল হাইকোর্টের নির্দেশ মতো ১৭ এপ্রিলের পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ওই এলাকাগুলিতে। ১৬৩ ধারা কিছু জায়গায় শিথিল করা হচ্ছে। ধুলিয়ান তথা সামশেরগঞ্জ-সুতি তে জনজীবন সাধারণ ছন্দে ফিরতে শুরু করেছে। এলাকায় হিন্দু মুসলিমরা এখন সত্যি কেমন আছেন তা তুলে ধরেছেন ‘আপনজন’ সাংবাদিক সারিউল ইসলাম।
সাম্প্রদায়িক বিভাজন আমাদেরকে আলাদা করতে পারেনি, পারবেও না
আমার বাড়িতে সবসময় মুসলিম ভাইবোনদের ওঠাবসা। আমরা ধর্মীয় বিভাজন বুঝি না, আমাদের সম্প্রীতিই মূল মন্ত্র। সাম্প্রদায়িক বিভাজন আমাদের কোনওভাবেই আলাদা করতে পারেনি, পারবেও না।
স্বাগতা সান্যাল, বিশিষ্ট সাহিত্যিক, বাসিন্দা, ধুলিয়ান, দাড়িয়াপুর, সুতি
আমরা মিলেমিশে ভালো আছি
প্রতিবেশী মুসলিমরা আমাদের নিয়েই বেঁচে আছে, আমরা হিন্দু-মুসলিম সবাই এক। আমাদের উপর আক্রমণ হতে পারত, কিন্তু আমরা মিলেমিশে ভালো আছি।
অর্চনা সরকার, বাসিন্দা, ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ড
প্রতিবেশী হিন্দুদের যথেষ্ট সুরক্ষা দিয়েছি
সম্প্রীতির ধুলিয়ানে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। প্রতিবেশী হিন্দু পরিবারগুলিকে আমরা যথেষ্ট সুরক্ষা দিয়েছি।
আব্দুল গফফার, বাসিন্দা, ধুলিয়ান, কৃষ্ণপুর
খুবই সুরক্ষা দিয়েছে মুসলিম ভাইরা
আমি মুর্শিদাবাদের ধুলিয়ানের কৃষ্ণপুরে বাসিন্দা। এলাকায় কয়েক ঘর মাত্র হিন্দু পরিবার। আমাদের খুবই সুরক্ষা দিয়েছে মুসলিম ভাইরা।
সুব্রত সরকার, সিন্দা, ধুলিয়ান, কৃষ্ণপুর
সুতিতে সম্প্রীতিই মূলমন্ত্র
সুতিতে ধর্মীয় বিভাজন নয় বরং সম্প্রীতিই মূলমন্ত্র। আমরা একে অপরের পরিপূরক। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা এক হয়ে লড়তে প্রস্তুত।
মোফাক হোসেন, লেখক, বাসিন্দা, অরঙ্গাবাদ, সুতি
হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিমদের পাহারা দিয়েছে হিন্দুরা ও মুসলিম এলাকায় হিন্দু পরিবারকে পাহারা দিয়েছে মুসলিমরা
ঘটনায় উভয় সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ হয়েছে। কিন্তু শুনেছি হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম পরিবারকে পাহারা দিয়েছে হিন্দুরা এবং মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দু পরিবারকে পাহারা দিয়েছে মুসলিমরা। সম্প্রীতি বজায় ছিল, আছে এবং থাকবে।
খলিলুর রহমান, সাংসদ, জঙ্গিপুর লোকসভা
ইমামরা হিন্দু ভাইদের সুরক্ষার দিকে নজর দিতে বলেছেন
স্থানীয় ইমামরা মসজিদ থেকে সম্প্রীতি বজায় রাখার কথা মাইকে ঘোষণা করে হিন্দু ভাইদের সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে বলা হয়।
আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, ইমাম সংগঠন
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct