সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: হাসপাতালের একাধিকবার নোটিশ এবং সংবাদ মাধ্যমের বাংলার খবরের জের অবশেষে দখল মুক্ত হচ্ছে হাসপাতালের জায়গা, তৈরি হবে হাসপাতালে তোরণ এবং হাসপাতালে ঢোকার চওড়া রাস্তা, উচ্ছেদকারীদের পুনর্বাসনের কথা ভাবছে পুরসভা । বিষ্ণুপুর হাসপাতালে জায়গা দখল করে চলছে ব্যবসা। যার ফলে হাসপাতালে ঢোকার রাস্তা হয়েছিল সংকীর্ণ, সেই রাস্তা চওড়া করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দখলদারীদের এক বছরে তিন তিনবার নোটিশ জারি করে। কিছুতেই সেই দখল উচ্ছেদ করা সম্ভব হচ্ছিল না। অবশেষে নিজেদের দোকানপাট ভেঙ্গে মালপত্র গোছানোর তোড়জোড় শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষদের দাবি দীর্ঘদিন পরে দখলমুক্ত হওয়ায় এবার হাসপাতালে যাওয়ার রাস্তা চওড়া হবে তৈরি করা হবে তোরণ। বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন রাজ্য সরকার মানবিক সরকার কারো ক্ষতি চায় না যেহেতু তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে ব্যবসা করছিল তাই তাদের পুনর্বাসনের কথা ভাবা হচ্ছে। একই ঘটনায় বিষ্ণুপুরে একাধিক ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct