আপনজন ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের আদালতের ভর্ৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ ডি নিয়োগ মামলায় এসএসসিকে হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। পুরো প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ‘হিমশৈলের চূড়ামাত্র’ বলে মন্তব বিচারপতির।বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি সংক্রান্ত এক মামলার শুনানি ছিল। কলকাতা হাইকোর্টে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্ট দেখে স্তম্ভিত হয়ে যান বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বসু বলেন, ‘ভয়ঙ্কর পরিসংখ্যান। এটা হিমশৈলের চূড়ামাত্র। গোটা হিমশৈল জলের নিচে আছে। এরা শিক্ষক। এরা সমাজ গড়ে। এরা অন্য কোন পেশায় নেই। ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে। জিজ্ঞাসা করবে এরা কেমন শিক্ষক? আমি জানিনা এর শেষ কোথায়।’
স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসু আরও বলেন, ’আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা উচিত। দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আমিও তাতে শামিল।’ আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। স্কুল সার্ভিস কমিশনে বিভিন্ন পদে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। অর্পিতার বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে ইডি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct