আপনজন ডেস্ক: কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের দায়ে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআইয়ের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।
সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করেছিল সিবিআই ও পশ্চিমবঙ্গ সরকার।
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছে, আমরা মনে করি, যেহেতু এই মামলার তদন্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দ্বারা পরিচালিত হয়েছিল, তাই অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিল উপস্থাপনের নির্দেশ দেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকার।বিএনএসএস-এর ৪১৮ ধারার প্রথম অনুচ্ছেদে ‘উপধারা (২) এ অন্যথায় সরবরাহ করা হয়েছে’ শব্দগুলির পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার যতক্ষণ না কেন্দ্রীয় সরকার বা সিবিআই তা করতে ইচ্ছুক ততক্ষণ এই জাতীয় নির্দেশ জারি করতে পারে না। উপরোক্ত কারণে, পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে দায়ের করা আপিল বিবেচনা করা যাবে না। ফলে সিবিআইয়ের তরফে দায়ের করা আপিল গ্রহণ করা হয়। বিচারপতি দেবাংশু বসাক শুক্রবার বলেন, তদন্ত করেছে সিবিআই। তাই সিবিআইয়ের আবেদন গৃহীত হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করা হয়েছে।
গত ২০ জানুয়ারি শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ে হতাশা প্রকাশ করে বলেছিলেন, সরকার দোষীর মৃত্যুদণ্ড চাইবে। এর একদিন পরেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। ২৪ জানুয়ারি হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের বিরোধিতা করে শীর্ষ আদালত জানায়, শুধুমাত্র নির্যাতিতার পরিবার, তদন্তকারী সংস্থা বা দোষী সাব্যস্ত ব্যক্তি উচ্চতর আদালতে আপিল করতে পারবেন। রাজ্য সরকার তখন যুক্তি দিয়েছিল যে ঘটনাটি রাজ্য সরকারের একটি হাসপাতালে ঘটেছে এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। তাই তাই তাদের আর্জি বিবেচনা করা হোক। কলকাতা হাইকোর্ট অবশ্য রাজ্য সরকারের সেই আর্জি মানতে চায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct