আপনজন ডেস্ক: মিসরে মঙ্গলবার প্রশিক্ষণ মহড়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির বিমানবাহিনীর দুজন কর্মকর্তা নিহত হয়েছেন। মিসরীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র গরিব আবদেল হাফেজ তার অফিশিয়াল ফেসবুক পেজে জানান, সুয়েজ প্রদেশের শালুফা শহরে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
তবে মুখপাত্র বিমানটির প্রস্তুতকারক বা মডেল সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি। মিসরীয় বিমানবাহিনী ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তৈরি বিমান ব্যবহার করে।
এর আগে ২০২২ সালের নভেম্বরে দেশটিতে সামরিক মহড়ার সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। তবে সেই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে সেনাবাহিনী জানিয়েছিল।
এ ছাড়া ২০১৯ সালের ডিসেম্বরে প্রশিক্ষণ মহড়ার সময় আরেকটি বিমান বিধ্বস্ত হয়। তবে সেই সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct