আপনজন ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার এখন ২০ ম্যাচেরও হয়নি অভিষেক শর্মার। কিন্তু ১৭ ম্যাচের ছোট্ট টি-টোয়েন্টি ক্যারিয়ারে জানান দিয়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্রিকেটকে শাসন করতে চান তিনি। দুটি বিধ্বংসী সেঞ্চুরি তেমনি ইঙ্গিত দিয়েছে।
ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিতে অনেক রেকর্ডও গড়েছেন অভিষেক।
পেশির প্রদর্শনী দেখিয়ে সংক্ষিপ্ত সংস্করণে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৩৫ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। সঙ্গে এক ইনিংসে দলটির হয়ে সর্বোচ্চ ১৩ ছক্কাও হাঁকিয়েছেন। ১৭ বলে ফিফটি ও ৩৭ বলে সেঞ্চুরি করে উভয় কীর্তিতে ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার ২৪ বছর বয়সী ব্যাটার। অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ে বিমোহিত হরভজন সিং।
উত্তরসূরির এমন ব্যাটিং টেস্টেও দেখতে চান সাবেক ভারতীয় স্পিনার। টেস্টে বীরেন্দর শেহবাগ-ভিভ রিচার্ডসের মতোই বিধ্বংসী হবেন বলে জানান নিজের ইউটিউব চ্যানেলে।
অভিষেককে নিয়ে হরভজন বলেছেন, ‘নিজের দিনে, ম্যাচকে শেষ করে দিতে পারে সে। এই কাজটা করছে ট্রাভিস হেড।
এটাতে অভ্যস্ত ছিল ভিরেন্দার শেহবাগ, ভিভ রিচার্ডস। এই ধরনের খেলোয়াড়রাই খেলাটিকে এগিয়ে নিয়ে যান।
আজ অথবা কাল টেস্ট ক্রিকেটে তার সুযোগ আসবে। টেস্ট সব সময় শেহবাগের মতো একজন ব্যাটারের প্রয়োজন হয়, যে ক্রিজে আসবে, ধ্বংসাত্মক ব্যাটিং করবে এবং ম্যাচকে হাতের মুঠোয় পুড়বে। আভিষেক এমনটা হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct